২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

প্রি য় জ ন প ঙ্ ক্তি মা লা

-

নূর মোহাম্মদ দীন
নিখোঁজ

হারানো কাউকে খুঁজতে নেই
ডাহুক-শালিকের মতো ডাকতে নেই
আকাশে তারাদের গুনতে নেই
বিরহ যাপন করতে নেই।
এর সব ক’টি থেরাপি তুমি মেনে নাও
আর স্বার্থপর হও ভয়ঙ্কর !
চোখ ঝলসানো হারানো বিজ্ঞপ্তিগুলো
ছিঁড়ে ফেলো বিলবোর্ড, দেয়াল থেকে
আর ঘোষণা দিয়ে দাও Ñ
খুঁজতে নেই ‘নিখোঁজ’ শব্দটি।


সুমন আহমেদ
তবুও আসবে শরৎ

বুকের ভেতর নদী; ছলাৎ ছলাৎ ঢেউ
বার বার সুখের উচ্ছ্বাসে ভাঙে হৃদয়কূল;
পড়ন্ত বিকেল, গোধূলি লগ্ন
সেজেছে শরতের যুবতী আকাশ
অঙ্গে জড়িয়ে নীল ফিনফিনে শাড়ি।
সাদা মেঘের ভেলা আর মৃদু হাওয়ায়
দোলানো কাশময় সোনালি বিকেল
তোমাকে উৎসর্গ করব বলেÑ
জীবনের ২৬টি শরৎ পার করে আজও
নিরন্তর প্রতীক্ষায় কবি আল মাহমুদের
সেই তিতাস নদীর পাড়ে।
তুমি আসবেÑ
দু’জনের একাকিত্ব মিশে যাবে
দু’জনার মাঝে; ভাসবে প্রেমের তরীÑ
উড়বে ভাঙা পাল; তোমার আমার
ভাঙা পালে তবুও আসবে শরৎ।


কবির কাঞ্চন
শরতের রূপ

আকাশের সাদারঙ কাশ ফুলে ফুলে
শরতের স্নিগ্ধতা সেই ফুল ছুঁলে।
সারি সারি বক ছোটে নদীর কূলে কূলে
রাশি রাশি সুখ যেন সমীরণে দোলে।
মনে জাগে প্রশান্তি ফোঁটা ফোঁটা জলে
তন্বীরা মাতোয়ারা ছোটে দলে দলে।
শিউলী-বকুল ফোটে শরতের কালে
খুশিতে মন ভরে পাকা পাকা তালে।
শিউলীতলায় বসেছে ওই সাদা ফুলের মেলা
আকাশজুড়ে চলছে যেন তুলো মেঘের ভেলা।
মিষ্টি সকাল গায়ে মেখে আনন্দে হই চুপ
কখনো মেঘ কখনো বৃষ্টি শরতেরই রূপ।

আজম সিদ্দিক রুমি
মায়ের জন্য সব মমতা

মনটা আমার অনেক রকম
মানিয়ে নিতে পারে,
দুঃখের মাঝে মুচকি হাসি
জানিয়ে দিতে পারে।
ইচ্ছে করে মনকে বলি
সান্ত্বনা তোর কই,
মন যে বলে হৃদয় মাঝে
চুপসে বসে রই।
আমার কাছে এই জীবনের
কি আর মূল্য হয়,
দাম দিতে কি একটু পারে
এই পাষাণ হৃদয়।
যারা আমায় লালন করেন
তাদের কাছের মূল্য,
সবার চেয়ে প্রিয় বেশি,
আসমান সমতুল্য।
আমার ব্যথা মনের কথা
কেউ যদি তা বুঝে,
সবার আগে মা যে আমার
এক পলকে খুঁজে।

এই পৃথিবীর কেউ না জানুক
নানান অভিমানে,
সব সন্তানের বিপদ হলে
পৌঁছে মায়ের কানে।
দুঃখ নেই তো আমার কোনো
মায়ের মন তো জানে,
মায়ের জন্য সব মমতা
মিশে আছে প্রাণে।

 


আরো সংবাদ



premium cement