২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সাংবাদিকতার ইতিহাসে প্রথম! রাজার পোশাকে, হাতে তলোয়ার নিয়ে রিপোটিং (ভিডিও)

- ছবি : সংগৃহীত

সাংবাদিকতার ইতিহাসে এই প্রথমবার! সঞ্চালকের পোশাক দেখে ভিড়মি খেতে পারেন। হেঁচকি উঠতে পারে তার খবর পড়ার স্টাইল দেখে। পরনে রাজার পোশাক। হাতে তলোয়ার। আর খাপ থেকে সেই তলোয়ার বের করে হুঙ্কার ছেড়ে খবর পরিবেশন করলেন তিনি।

স্ক্রিপ্ট সাজানোর জন্য সঞ্চালকের পিছনে দাঁড় করানো হয়েছে আরও দুজনকে। তাদের পরনেও রাজ পোশাক। যেন সভা-পারিষদ। আর তাদের ঠিক পিছনে পুরনো কোনও ইমারত। একেবারে রাজকীয় ব্যাপার-স্যাপার।

পাকিস্তানের সাংবাদিকতা জগতে আমিন হাফিজের নামডাক রয়েছে। সেই তিনিই রাজার পোশাক পরে, গলায় মুক্তোর মালা দিয়ে, হাতে তলোয়ার নিয়ে খবর পরিবেশন করলেন। এর আগেও তাকে খবর পরিবেশনের সময় আজব কাণ্ড-কারখানা করতে দেখা গিয়েছে। একবার তো পশুপাচার নিয়ে খবর পরিবেশনের সময় গাধার পিঠে চড়ে বসেছিলেন তিনি। এবার লাহোর কেল্লা থেকে রিপোর্টিং করলেন তিনি। তাও একটি শাহী বিয়ে বাড়ি থেকে রিপোর্টিং করলেন তিনি।

আসলে লাহোরের সেই কেল্লাকে ওয়াল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। রক্ষণাবেক্ষণের অভাবে সেই ওয়াল্ড হেরিটেজ সাইটের এখন ভগ্নপ্রায় দশা। তার উপর সেখানে বিয়ে বাড়ি ভাড়া দিয়ে চলছিল মোচ্ছব। আমিন হাফিজ তাই এই বেআইনি কার্যকলাপ তার টিভি চ্যানেলে তুলে ধরছিলেন।

কিন্তু তার রিপোর্টং-এর এমন স্টাইল নেট ব্যবহারকারীদের একদিনের খোরাক হল। ইতোমধ্যে আড়াই লাখ লোক এই ভিডিও দেখে ফেলেছেন। জিনিউজ।


আরো সংবাদ



premium cement