২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মেনে চলুন কিছু নিয়ম

-

আমরা যারা স্বাভাবিক কাজ কর্মের মধ্যে থাকি তারা সব সময় ব্যায়ামের দিকে খুব একটা নজর দেই না। কিন্তু শরীরটা তো ঠিক রাখা চাই। তাই নিয়মিত হাঁটা বা ব্যায়াম একজন সুস্থ মানুষের খুবি জরুরি। শরীরে বাড়তি মেদ ঝরাতে আপনার সিদ্ধান্তই আসল। আপনি চাইলেই আপনার ওজন নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। শরীরে জমে থাকা বাড়তি মেদ ঝরাতে আপনাকে পোড়াতে হবে ক্যালরি। যত ক্যালরি বাড়তি খাচ্ছেন প্রতিদিন, ততখানি ঝরিয়ে ফেলতে পারলেই বাড়বে না ওজন। আর একটু বেশি ঝরাতে পারলেই ওজন কমতে শুরু করবে। ওজন কমানো মানেই জিমে গিয়ে ব্যায়াম করা নয়, বরং নিজের দৈনন্দিন জীবনের ফাঁকেই একটু বুদ্ধি করে চললেই ঝরিয়ে ফেলতে পারবেন বাড়তি মেদ। আসুন একটু চোখ বুলিয়ে নেই কিভাবে আমাদের ওজন নিয়ন্ত্রণ করতে পারি।
হ সকালে ২০ মিনিট মর্নিংওয়াক করুন।
হ দৈনিক ১৫ মিনিট বাইসাইকেল চালানোর অভ্যাস করুন।
হ লিফটকে ‘না’ বলে সিঁড়ি বেঁয়ে উপরে উঠুন।
হ একটানা বসে থাকার অভ্যাসটা বাদ দিয়ে দিন।
হ দৈনিক কমপক্ষে দুই কাপ গ্রিন-টি পান করুন।
হ নিজের কাজগুলো নিজেই করুন। যেমন কাপড় ধোয়া, ঘর পরিষ্কার করা ইত্যাদি।
হ একটু স্পাইসি খাবার খান। মসলা মেটাবোলিজম বাড়ায় ও ক্যালরি পোড়াতে সহায়তা করে।
হ ফ্যাট বা তেলযুক্ত যে কোনো খাবার খাওয়ার পরই বরফ শীতল পানি বা পানীয় পান করবেন না। ঠাণ্ডা কিছু খেতে হলে ৩০ মিনিট পর খান।
হ খাবার খান সময় নিয়ে, ভালোমতো চিবিয়ে খান।
হ কোমল পানীয় পান করা একেবারেই বাদ দিন।
হ ভালোমতো ঘুমান।
হ দৈনিক মিনিট দশেক দড়ি দিয়ে ব্যায়াম করুন অর্থাৎ স্কিপিং করুন।
হ ব্যায়াম করতে ভালো না লাগলে পিং পং বল খেলাটা কিন্তু ভালো ব্যায়াম।
হ চিনি খাওয়ার অভ্যাস বাদ দিয়ে দিন।
হ প্রতি বেলায় খাবারের সঙ্গে সালাদ খান।
হ মাছ খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।
হ স্ট্রেসমুক্ত জীবনযাপন করুন।
হ মন খুলে হাসুন, আনন্দ করুন। কেবল হেসেই মিনিটে ১.৩ ক্যালরি পোড়ানো যায়। মনে রাখবেন, বিষণœতা মানুষকে দ্রুত মোটা বানিয়ে ফেলে।
এভাবেই চলুক আগামী কিছু দিন। দেখবেন আপনার এনার্জি লেভেল বাড়ার পাশাপাশি ঝরঝরে অনুভব করবেন। অন্তরের বিশ্বাসই আপনার লক্ষ্য অর্জনের মূল হাতিয়ার। আর তাই বিশ্বাস করুন নিজের কাজকে।

 


আরো সংবাদ



premium cement