২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ঘরের সাজে মোমবাতি অন্দর সজ্জা

-

অন্ধকার ঘরে আলোর প্রয়োজনে কিংবা উৎসবে ঘর আলোকিত করতে মোমবাতির প্রয়োজন পড়ে। ঘরের শোভা বাড়াতেও মোমবাতির জুড়ি নেই। কিছু মানুষ আছে যারা খুব শৌখিন এবং ঘর সাজিয়ে-গুছিয়ে রাখতে খুব পছন্দ করেন। তাদের জন্য মোম হতে পারে ঘর সাজিয়ে রাখার দামি এক উপকরণ।
খুব সাধারণ অল্প দামি জিনিস দিয়ে আপনার ঘরে আনতে পারেন শৈল্পিক ছোঁয়া। আজকাল বাজারে নানা রকম শৌখিন মোম পাওয়া যায়। এসব মোম দিয়ে অনায়াসে আপনার ঘর সাজাতে পারেন। বিশেষ অনুষ্ঠান উপলক্ষে মোম জ্বালিয়ে ভিন্নভাবে উপস্থাপন করতে পারেন আপনার চেনা-পরিচিত বাড়ির ইন্টেরিয়রকে।
বিভিন্ন আকার ও বাহারি রঙের মোমবাতি পাওয়া যায় বাজারে। এসব ব্যবহার করতে হয় যতœসহকারে।
সাধারণ এক রঙা লম্বা মোমের নকশায় এসেছে ভিন্নতা। আজকাল এক রঙা মোমের পাশাপাশি লম্বা মোমে বিভিন্ন রঙ ব্যবহার করে বাড়তি নকশা করা হচ্ছে। এ ছাড়া গোলাপ, সূর্যমুখীসহ নানা রকম ফুলের আকৃতির মোমের পাশাপাশি স্টার, ফলের আকৃতি, হার্টশেপ রাউন্ড শেপসহ বিভিন্ন নকশাদার মোম তৈরি করা হচ্ছে, যা অন্ধকার দূর করার জন্য নয়, বরং ঘর সাজানোর উপকরণ হিসেবে ব্যবহার হয়। কী উদ্দেশ্যে মোমবাতি ব্যবহার করবেন তা আগে ঠিক করে নিন। খাবার টেবিলে যে মোমবাতি ভালো লাগবে, সেই মোমবাতি ঘর সাজাতে ভালো লাগবে না। আজকাল ঘর সাজানোতে সুগন্ধি মোমবাতির ব্যবহার দেখা যায়। এসব মোমবাতি ব্যবহারের সময় বিশেষ কিছু নিয়ম মেনে চলা দরকার। যেমন ডিনার টেবিলে অ্যারোমাযুক্ত মোমবাতি খাবারের গন্ধের সাথে মিলেমিশে যেতে পারে। তাই ডিনার টেবিলের জন্য সুগন্ধির পরিবর্তে বাজারে আলাদা কিছু মোমবাতি পাওয়া যায়। যেমনÑ মাল্টিক্যান্ডেল হোল্ডার ফুডগ্রেড প্যারাফিন ওয়াক্সের মোমবাতি ব্যবহার করতে পারেন। সুন্দর আবহ তৈরিতে ল্যাভেন্ডার বা হানিসেন্টেড অ্যারোমা থেরাপি ক্যান্ডেল আদর্শ। বসার ঘরে কিংবা শোবার ঘরে এটি ব্যবহার করতে পারেন। মোমবাতির আকারের ওপর নির্ভর করে কোন উৎসবে কোন মোমবাতি ব্যবহারের উপযুক্ত।
শুধু ঘর সাজানো নয় বিভিন্ন উৎসব অনুষ্ঠানেও মোমবাতি অন্দর সাজে আনতে পারে ভিন্নমাত্রা। উৎসব ভেদে এর সাজও হতে পারে ভিন্ন। বিয়ের অনুষ্ঠানে যদি মোমবাতি রাখতে চান কেউ তাহলে সেক্ষেত্রে বড় রঙিন মোমবাতি প্রয়োজন। এর সাথে রিবন, সোনালি, রুপালি পুতি বা পাথরও রাখা যায়। কিছু অর্নামেন্টাল মোম ব্যবহার হয় সেগুলোও ব্যবহার করা যেতে পারে। জন্মদিনের উৎসবের জন্য ছোট মোম, ডিজিট লেখা বা অক্ষর লেখা মোম সাধারণত ব্যবহার হয়। এ ছাড়া কোনো আনন্দ উৎসবে সুগন্ধিযুক্ত মোম বা মোমের সেট এসব ব্যবহার করা যেতে পারে।


আরো সংবাদ



premium cement
শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু নীলফামারীতে তিন হাজার ১৭০ চাষির মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কারাগারে কয়েদির মৃত্যু উজ্জ্বল হত্যার বিচার দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ২১ খাবারের সন্ধানে বসতবাড়িতে হরিণ, মহামায়ায় অবমুক্ত সিঙ্গাপুর প্রবাসী ফিরোজ মাহমুদের লাশ দেশে ফিরেছে ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু গণতন্ত্র পুনরুদ্ধারে সব ধর্মের মানুষকে এগিয়ে আসতে হবে: ড. সুকোমল বড়ুয়া

সকল