২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আকর্ষণীয় টেবিল সাজ

অন্দর সজ্জা
-

বাড়িতে ঢোকার মুখে প্রথমে নজর পড়ে যে অংশটুকুর মধ্যে তা হলো ড্রয়িংরুম তথা বসার ঘর। তাই সবাই চেষ্টা করেন বসার ঘরটিকে সবচেয়ে সুন্দরভাবে সাজিয়ে তুলতে। বসার ঘরে সোফা, শোপিসের জন্য আলমারি ছাড়াও থাকে কর্নার টেবিল, টি-টেবিল। কিভাবে আকর্ষণীয় করে টেবিল সাজাবেন তা নিয়ে এই আয়োজনÑ
কাঠ ছাড়াও আজকাল বেত, বাঁশ, রড আয়রন বা গাছের গুঁড়ির টেবিল পাওয়া যায়। গোলাকার, ডিম্বাকার, ত্রিভুজ, আয়তাকারসহ বিভিন্ন আকৃতির হয় এসব টেবিল। ছোট ঘরে কম উচ্চতার খাবার টেবিল থাকলে ঘর বড় দেখায়। বাঙালিয়ানায় ঘর সাজাতে বেত বা বাঁশের টেবিল নিন। আর মডার্ন সাজে রড আয়রন বা নকশাদার কাঠের টেবিল নিতে পারেন। গ্লাস টপ দেয়া কাঠের গুঁড়ির টেবিল সব সাজের সাথেই মানায়। আসবাব ও সাজ টেবিলের মোটিফ অনুযায়ী বেছে নিন। আকার বুঝে টেবিল সাজান। অনেক গৃহসজ্জার সামগ্রী একত্রে রাখবেন না। ছোট টেবিল হলে একটি মোমবাতি স্ট্যান্ড, ফুলদানি, একটি ছোট্ট টেবিল ঘড়ি রাখতে পারেন। একটি যেকোনো কাচের বড় শোপিস রাখতে পারেন। এ ক্ষেত্রেও টেবিলের আকার খেয়াল রাখুন। টেবিল আয়তাকার হলে ফলের ঝুড়ি, মোমদানি, বিভিন্ন রকম শোপিস সাজিয়ে রাখতে পারেন। ডিম্বাকার টেবিলে গুচ্ছ করে করে সাজিয়ে রাখুন ছোট শোপিস, ঝর্নার টেবিলে রাখতে পারেন ল্যাম্পশ্যাড ও ফটো ফ্রেম। ফুল গৃহসজ্জার সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয়। ফুলদানিতে একগুচ্ছ তাজা ফুল রাখুন। সম্ভব না হলে কৃত্রিম ফুলও রাখতে পারেন। ছোট কর্নার টেবিলে ফুলদানির পরিবর্তে ইকেবানাও রাখতে পারেন।


আরো সংবাদ



premium cement