২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পবিত্র আখেরিচাহার শোম্বা ২৩ অক্টোবর

-

আগামী ২৩ অক্টোবর বুধবার সারা দেশে পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত হবে।
বাংলাদেশের আকাশে রোববার কোথাও ১৪৪১ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ৩০ সেপ্টেম্বর সোমবার মুহাররম মাস ৩০ দিনপূর্ণ হবে এবং আগামী ১ অক্টোবর মঙ্গলবার থেকে পবিত্র সফর মাস গণনা করা হবে।

রোববার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয়চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।

সভায় ধর্মসচিব মো. আনিছুরর হমান, ওয়াক্ফ প্রশাসক মো. শহীদুল ইসলাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. নজরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন/অর্থ) মো. জহিরুল ইসলাম মিয়া, সিনিয়র উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া,বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শাহ মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement