১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

রংপুরে পুলিশ সদস্যসহ গ্রেফতার তিনজনকে জেল হাজতে প্রেরণ

অপহৃত তোশারফ হোসেন পপি - ছবি: নয়া দিগন্ত

রংপুরে অপহরণের অভিযোগে পুলিশ সদস্যসহ গ্রেফতার তিনজনকে জেল হাজতে প্রেরণ করেছ পুলিশ। শনিবার গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও অপহৃতের স্বজনরা জানায়, গত ১১ জানুয়ারী শনিবার রাজধানীর আরবান হেলথ কেয়ারের অ্যাডমিন অফিসার তোশারফ হোসেন পপি কাজের ছেলের সন্ধানে রংপুরে পূর্ব পরিচিত পুলিশ কনস্টেবল রবিউল হোসেনের কাছে যান। ওইদিন বিকাল থেকে তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। পরে স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে বৃহস্পতিবার অপহৃতের ছোট বোন সাজিয়া আফরিন পপি মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগের প্রেক্ষিতে শনিবার রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত কনস্টেবল রবিউল হোসেন, তার দুলাভাই সাইফুল ইসলাম ও পপির বাড়ির কাজে বিপুল চন্দ্র সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিন আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

অপহৃতের ছোট ভাই আসাদুজ্জামান বড় ভাইকে জীবিত উদ্ধারের দাবি করে বলেন, গত ৬ দিন ধরে তার কোন সন্ধান পাইনি। অপহৃতের স্ত্রী ও তিন মেয়েসহ পরিবারের সদস্যরা আতঙ্কে দিন কাটছেন।

কোতোয়ালী থানার ওসি আবদুর রশিদ বলেন, মামলায় অভিযুক্ত তিনজন গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেল হাজরে প্রেরণ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement