২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ফুটন্ত পানিতে ঝলসে গেছে স্কুলছাত্রী আঁখি

খাদিজা ইসলাম আঁখি -

সৈয়দপুরে ফুটন্ত পানিতে ঝলসে গেছে খাদিজা ইসলাম আঁখি (১৩) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রী। মঙ্গলবার সকালে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী সমলাপাড়ায় এ দূর্ঘটনা ঘটে। আহত ওই শিক্ষার্থী বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ওই ছাত্রীর মা মোর্শেদা বেগম জানান, প্রতিদিনের মতো বাড়ীর উঠোনে গরুর জন্য ইট দিয়ে তৈরী চুলায় চালের খুদ সিদ্ধ করছিলেন তিনি। চুলার উপর পাতিল ঠিক করার জন্য খাদিজা ইসলাম আঁখিকে কাছে ডাকে। মায়ের ডাকে সাড়া দিয়ে পাতিল সরাতে গেলে হাত ফসকে ফুটন্ত গরম পানি তার গায়ে পড়ে। এতে শরীরে নীচের অংশ ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় আঁখিকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহত খাদিজা আক্তার আঁখি এবার উত্তর সোনাখুলী নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় অংশ নেয়।

সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফুল হক সোহেল জানান, মেয়েটির শরীরের নিম্নাংশ ঝলসে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement