২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

নীলফামারী জেলা আওয়ামী লীগের কমিটি গঠন

-

দেওয়ান কামাল আহমেদকে সভাপতি ও অ্যাডভোকেট মমতাজুল হককে আবারো সাধারণ সম্পাদক করে নীলফামারী জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

সকালে নীলফামারী শহীদ মিনারে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মের হক। সম্মেলনের সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মমতাজুল হক।

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি-জামায়াত দেশকে হত্যার লীলাভূমিতে পরিণত করেছিলো। তারা শুধু জাতির পিতা বঙ্গবন্ধুকে নয় শেখ হাসিনাকেও হত্যার জন্য বারবার চেষ্টা করেছে।

তিনি আরো বলেন, উত্তর জনপদ থেকে মঙ্গা বিদায় দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। মঙ্গা আজ যাদুঘরে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। দেশের উত্তরাঞ্চলে আজ সুবাতাস বইছে। উত্তরা ইপজিডে ৩০ হাজার মানুষের কর্মের সংস্থান হয়েছে। এলাকার মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে নীলফামারীতে মেডিকেল কলেজ নির্মাণ করা হচ্ছে। তাই দেশের মানুষকে বোঝাতে হবে আওয়ামী লীগ জনমানুষের দল।


আরো সংবাদ



premium cement
গাজা যুদ্ধের মধ্যেই ১০০ শতাংশ ছাড়িয়েছে ইসরাইলের সামরিক ব্যয় মন্ত্রী-এমপি’র স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা : কাদের গ্যাটকো মামলা : খালেদা জিয়ার বিরুদ্ধে শুনানি ২৫ জুন বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ গলাচিপায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে ৩টি সংগঠনের নেতৃত্বে মানববন্ধন থাইল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ছেলে হারা মা সাথিয়ার কান্না যেন থামছেই না বৃষ্টির জন্য নারায়ণগঞ্জে ইস্তিস্কার নামাজ আদায় প্রবাসী স্ত্রী থেকে প্রতারণার মাধ্যেমে দেড় লাখ টাকা চাঁদা আদায়, ছাত্রলীগ নেতাকে শোকজ কক্সবাজারে রোহিঙ্গা ভোটারের তালিকা চান হাইকোর্ট আশ্রয় নিলেন মিয়ানমারের আরো ৪৬ বিজিপি সদস্য

সকল