২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

এমপিওভূক্তি না হওয়ায় মাদরাসা মাঠে আলু চাষ করলেন শিক্ষকরা

এমপিওভূক্তি না হওয়ায় মাদরাসা মাঠে আলু চাষ - ছবি : নয়া দিগন্ত

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পূর্ব ফতেপুর দাখিল মাদরাসা মাঠে আলু চাষের জন্য প্রস্তুত করেছেন শিক্ষকরা। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ বলছেন, এমপিওভুক্তি না হওয়ায় প্রতিষ্ঠানটি পরিচালনার ব্যয়ভার মেটাতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার বাবুল ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠানটির এমপিওভুক্তি না হওয়ার কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও মাদ্রাসাটি শহর থেকে দূরে হওয়ায় এখানে গরীব ও অস্বচ্ছল পরিবারের ছেলে-মেয়েরা লেখাপড়া করে। ফলে তাদের অনেক সময় ফরম পূরণ বাবদ টাকা মাদরাসাকেই বহন করতে হয়।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘মাদরাসা মাঠে আলু চাষের বিষয়টি আমি শুনেছি। বিষয়টি সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ প্রসঙ্গে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, ‘বিষয়টি আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে জেনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে স্থানীয়রা জানান, মাদরাসা মাঠে আলু চাষ করা হলে এলাকার যুবসমাজ খেলাধুলাসহ মাদরাসার শিক্ষা কার্যক্রম ব্যাহত হবার সম্ভাবনা রয়েছে।

মাদরাসা সূত্র মতে, ১৯৯৯ সালে ৭৬ শতাংশ জমি নিয়ে মাদরাসাটির কার্যক্রম শুরু হয়। পরে ২০০২ সালে এটি পাঠদানের জন্য অনুমতি পায়। ২০০৬ সালে নবায়ন স্বীকৃতি পায়। বর্তমানে ওই মাদরাসাটিতে ১৩ জন শিক্ষক কর্মচারী এবং ১৮৫ জন শিক্ষার্থী রয়েছে।


আরো সংবাদ



premium cement
নবায়নযোগ্য জ্বালানি ৪০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার : পরিবেশ সচিব সৌরশক্তি খাতে আবার মাথা তুলে দাঁড়াতে চায় জার্মানি ‘সরকারের সদিচ্ছার অভাবেই বিচার প্রক্রিয়ার ধীর গতি’ মোদি কি হিন্দু-মুসলমান মেরুকরণের চেনা রাজনীতিতে ফিরছেন? টাঙ্গাইলে বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ ফুলগাজীতে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু দোয়ারাবাজারে শিশু হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২ কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু চুয়েট শিক্ষার্থীদের সড়কে অবস্থান অব্যাহত, ঘাতক বাসচালক গ্রেফতার তামাক পণ্যে সুনির্দিষ্ট করারোপের দাবিতে এনবিআর চেয়ারম্যানের কাছে ২৫ সংসদ সদস্যের চিঠি প্রাণিসম্পদ প্রদর্শনীতে মহিষের আক্রমণে বাবা-ছেলেসহ আহত ৪

সকল