১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

শানজিদ বাবু বাঁচতে চায়

- ছবি : নয়া দিগন্ত

যে বয়সে হেসে খেলে চলার কথা, ঠিক সেই বয়সে হার্টের রোগে আক্রান্ত হয়ে শানজিত বাবু কষ্টে রয়েছেন। শানজিদ বাবুর বয়স সবেমাত্র দুই বছর ৬ মাস। শানজিদ বাবুর পিতা মৃত মোর্শেদ আলম ক্যান্সারে আক্রান্ত হয়ে গত বছর মারা গেছেন, বর্তমানে শানজিদ বাবু তার বাবার বড় ভাই মো. খোরশেদ আলমের অধীনে রয়েছেন। খোরশেদ আলমের রংপুরের পীরগাছা বাজারে ছোট একটি দোকান রয়েছে। তার ছোট দোকান দিয়ে বাবা, মা, স্ত্রী, সন্তান এবং তার ছোট ভাইয়ের বউয়ের খরচসহ শানজিদের চিকিৎসার খরচ চালাতে হচ্ছে।

শানজিদ বাবু বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আ শ ম মনিরুজ্জামানের অধিনের চিকিৎসাধীন রয়েছেন। ডাক্তার শানাজিদের অপারেশনের পরামর্শ দিয়েছেন। অপারেশনসহ ঔষধ ক্রয় করতে সবমিলিয়ে দুই লক্ষ ৫০ হাজার টাকার প্রয়োজন। তারা বাবার বড় ভাই মো. খোরশেদ আলম দেশবাসীর কাছে শানজিদ বাবুর উন্নত চিকিৎসার জন্য সহযোগিতা কামনা করেছেন। তিনি বর্তমানে Congenital heart disease. Tof with valvular PS .Mild AR.Trace TR.PPg=63mmHg. Good LV & RV function রোগে আক্রান্ত হয়েছেন। সাহায্য পাঠানো ঠিকানা- মো. খোরশেদ আলম, অগ্রণী ব্যাংক লিমিটেড, পীরগাছা শাখা, রংপুর চলতি হিসাব নং-২৮০৬।


আরো সংবাদ



premium cement