২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

অবশেষে ১৩ দিন পর ফিরছে বিএসএফের গুলিতে নিহত বাবুলের লাশ

নিহত মোহাম্মদ বাবুল মিয়া - নয়া দিগন্ত

অবশেষে ১৩ দিন পর বাংলাদেশে ফিরছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মোহাম্মদ বাবুল মিয়ার (২২) লাশ। আজ মঙ্গলবার বিকেলে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পানবাড়ি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে নিহত বাবুল মিয়ার লাশ বিএসএফ হস্তান্তর করবে বলে জানা গেছে। এর আগে গত ৩ সেপ্টেম্বর মঙ্গলবার ভোররাতে ডিমলা উপজেলার সীমান্তে তিস্তা নদীর চরে বিএসএফের গুলিতে নিহত হয় মোহাম্মদ বাবুল মিয়া।

ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল লতিফ খান বলেন, থানা পুলিশ ও বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে- সোমবার বিকেলে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পানবাড়ি সীমান্তে বাবুল মিয়ার লাশ এক পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে বিজিবি গ্রহণ করবে।

উল্লেখ্য, চলতি মাসের ৩ তারিখ মঙ্গলবার ভোর রাতে ডিমলা উপজেলার সীমান্তে তিস্তা নদীর চরে ৭৭২ নং পিলারের কাছে মোহাম্মদ বাবুল মিয়া, সাইফুল ইসলামসহ (১৪) কয়েকজন বাংলাদেশী ভারতীয় গরু আনতে গিয়ে ভুলক্রমে সীমান্ত অতিক্রম করে। এ সময় ভারতের উড়াল বিওপি’র বিএসএফ সদস্যরা এলোপাথাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ বাবুল মিয়া নিহত হয়। সে উপজেলার কালীগঞ্জ গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

এ ঘটনায় উপজেলার ঝাড়সিংহেশ্বর গ্রামের গোলজার রহমানের ছেলে সাইফুল ইসলাম (১৪) আহত হলে অন্যরা পালিয়ে আসে। বিএসএফ আহত সাইফুলকে আটকসহ নিহত বাবুলের লাশ নিয়ে যায়। পরবর্তীতে কোচবিহার জেলার কুচলিবাড়ি থানা পুলিশ নিহতের লাশের ময়নাতদন্ত শেষে হিমগারে রাখে।

অপরদিকে নিহত বাবুলের লাশ ফিরে পাওয়ার জন্য নিহতের পরিবার ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচী পালন করার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে।


আরো সংবাদ



premium cement
নজিরবিহীন দুর্নীতির মহারাজার আত্মকথা ফতুল্লায় ১০ লাখ টাকা চাঁদার দাবিতে নির্মাণকাজ বন্ধ, মারধরে আহত ২, মামলা পার্বত্যাঞ্চলে সেনাবাহিনী: সাম্প্রতিক ভাবনা গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে টিকটক করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু তানজানিয়ায় বন্যায় ১৫৫ জনের মৃত্যু বাংলাদেশসহ এশিয়ার ৩ দেশে কাতার আমিরের সফরে কী লাভ ও উদ্দেশ্য? মধুখালীর ঘটনায় সঠিক তদন্ত দাবি হেফাজতের ফর্মে ফিরলেন শান্ত জামায়াতের ৫ নেতাকর্মীকে পুলিশে সোপর্দ যুবলীগ কর্মীদের, নিন্দা গোলাম পরওয়ারের চায়ের সাথে চেতনানাশক খাইয়ে স্বর্ণালঙ্কার চুরি ঈশ্বরগঞ্জে সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার ফারজানাকে সংবর্ধনা

সকল