২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

পাওনা টাকা চাওয়ায় ঘুষি মেরে হত্যা করা হয় সেই রাজমিস্ত্রীকে

- ফাইল ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কাজের পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের ঘুষিতে ইয়ার হোসেন (৫৫) নামে এক রাজমিস্ত্রীর নিহত হয়েছে।

গত বৃহস্পতিবার দিনগত রাত ৮টার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের আরজি সাহাপুর-তারাগনা চারমাথা মোড়ে এ ঘটনা ঘটে।

ইয়ার হোসেন আরজি সাহাপুর-তারাগনা গ্রামের মৃত ইমান আলী মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, ইয়ার হোসেন পেশায় একজন রাজমিস্ত্রী। একই গ্রামের ফজলুল হক আকন্দের ছেলে মেহেদী আকন্দের কাছে ইয়ার হোসেনের কাজের দুইশ টাকা পাওনা ছিল। রাতে তারাগনা চার মাথা মোড়ে পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এসময় মেহেদী আকন্দ ইয়ার আলীকে ঘুষি মারেন। এতে ইয়ার আলী অসুস্থ্য হয়ে পড়েন। তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।


আরো সংবাদ



premium cement