১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

আম প্যাকেট করার সময় বজ্রপাতে ৩ শ্রমিক নিহত, আহত ১২

-

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বজ্রপাতে আম প্যাকেট করার শ্রমিক আব্দুল জব্বার (৪০) রফিকুল ইসলাম (৩০) ও নুরুল ইসলাম (৩২) নিহত এবং ১২ জন শ্রমিক আহত হয়ে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার বাদামাবাড়ী সরকার বস্তি গ্রামের দোমুখা নামক স্থানে জৈনক ভাঙ্গারু মোহাম্মদের আম বাগানে মঙ্গলবার বিকাল ৩ টায় ১৫ জন শ্রমিক আম প্যাকেট করা কালে বজ্রপাতে ৩ শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়। নিহতরা হলো- বালিয়াডাঙ্গী উপজেলার দালালবস্তি গ্রামের শরিফত আলীর ছেলে আব্দুল জব্বার, রাণীশংকৈল উপজেলার জগদল মাহাতবস্তি গ্রামের আব্দুল করিমের ছেলে রফিকুল ইসলাম ও মুজাহিদাবা গ্রামের বাচান মোহাম্মদের ছেলে নুরুল ইসলাম।

আহতরা হলেন- আব্দুস সোবহান (৩৫), বাবুল হোসেন (৩২), আলিম উদ্দীন (৪০) মুস্তাক (১৭) রফিক (৪০) রাসেল (১৮), সাবিরুল (২০), আলী (২৬), জাহেরুল (৩০), মুজাফ্ফর (৩২), ইসলাম (২৮)।

এলাকাবাসী আহতদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে ৪ নং বড়পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আরো সংবাদ



premium cement