২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

অপহৃত কিশোর উদ্ধার, দুই অপহরণকারীকে গণধোলাই

- ছবি : নয়া দিগন্ত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৃহস্পতিবার অপহৃত এক কিশোর উদ্ধারসহ অপহরণকারী চক্রের দুই সদস্যকে বিক্ষুব্ধ জনতা আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এসময় বিক্ষুদ্ধ জনতাকে থামাতে পুলিশ ছয় রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

আটককৃত অপহরণকারীরা উপজেলার দরবস্ত ইউনিয়নের নুনদহ গ্রামের শফিকুল ইসলামের ছেলে মামুন (২৭) ও একই ইউনিয়নের সাবগাছি হাতিয়াদহ গ্রামের সবুর মিয়ার ছেলে সৈকত (২৬)।

থানা সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের কোমরপুর এলাকার দুদু মিয়ার ছেলে সিয়াম (১০) আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে তার ভগ্নিপতি তারাজুল ইসলামের বাড়ি থেকে বের হওয়ার পর বালুয়া বাজার থেকে অপহৃত হয়। পরিবারের লোকজন সিয়ামকে বিভিন্ন স্থানে খোঁজাখুজির এক পর্যায়ে অপহরণকারীরা সিয়ামের পরিবারের কাছে মুক্তিপণ দাবী করে।

সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের সাহেবগঞ্জ ইক্ষু ফার্মের কাটা এলাকায় ৫/৬ জন যুবকের সাথে সিয়ামকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাদেরকে ধাওয়া করে দুই কিলোমিটার দূরে কামারপাড়ায় অপহৃত কিশোরসহ দুই অপহরণকারীকে আটক করলেও অপর চারজন পালিয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ জনতা ওই দুই অপহরনকারীকে গণধোলাই দিতে থাকে।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছিলে উপস্থিত জনতা পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অপহৃত কিশোর সিয়ামকে উদ্ধারসহ আহত অবস্থায় অপহরণকারী দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান ঘটনা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে সিয়ামের ভগ্নিপতি তারাজুল ইসলাম বাদি হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছে। পলাতক অপর ৪ অপহরণকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের চাবিটা মনে হয় পার্শ্ববর্তী দেশকে দিয়েছে সরকার : রিজভী চীনের দক্ষিণাঞ্চলীলের গুয়াংডংয়ে সর্বোচ্চ স্তরের বৃষ্টিপাতের সতর্কতা জারি আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার মুসলিম শ্রমিক হত্যায় হিন্দু নেতারা চুপ কেন : প্রশ্ন হেফাজত নেতা আজিজুল হকের সাভারে বুধবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে গাজা ইস্যুতে শিক্ষার্থীদের বিক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র ফরিদপুর-খুলনা মহাসড়কে জনতার অবরোধ ভাঙতে টিয়ারশেল ও ফাঁকা গুলি বাংলাদেশ-কাতারের মধ্যে ১০টি সহযোগিতা নথি সই ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি’ মিলান ডার্বি জিতে শিরোপা পুনরুদ্ধার ইন্টারের কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত

সকল