২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

দেবীগঞ্জে সরকারি ৫০টি গাছ কর্তন, প্রতিবাদকারী ইউপি সদস্য আহত

- ছবি : নয়া দিগন্ত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদীঘি ইউনিয়নের বিভিন্ন সরকারি রাস্তায় এলজিইডির রোপনকৃত ৩৯টি আকাশমনি ও ১১টি কড়ই গাছ ( যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা) ওই ইউনিয়নের কয়েকজন ব্যক্তি গত ১৫ জুলাই সোমবার রাতের আধারে চুরি করে কেটে ফেলে।

গাছ কর্তনের প্রতিবাদ করতে গিয়ে সুন্দরদীঘি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু সিদ্দিক তাদের মারধরের শিকার হয়েছেন। বর্তমানে সেই ইউপি সদস্য দেবীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসাধীন অবস্থায় আবু সিদ্দিক মঙ্গলবার ১৬ জুলাই বিকেলে আব্দুস সহিদ, নবেল মিয়া, হাসেম আলীসহ ৬জনকে আসামী করে চুরি করে গাছ কাটার অভিযোগে দেবীগঞ্জ থানায় একটি মামলা করেছেন। মামলা নং ৭।

এদিকে বিকেলে সুন্দরদীঘি ইউনিয়নের জনগণ চোরাই গাছ উদ্ধারে ইউএনও বরাবরে একটি অভিযোগ দিয়েছে। অভিযোগ আমলে নিয়ে ইউএনও প্রত্যয় হাসান গাছগুলো জব্দ করতে উপজেলা প্রকৌশলীকে ব্যবস্থা নিতে বলেছে।


আরো সংবাদ



premium cement