২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

মুন্না সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত

শাহাদাৎ হোসেন মুন্না - ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরামের মহাসচিব শাহাদাৎ হোসেন মুন্না আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সভায় তিনি এই পদে নির্বাচিত হন।

গতকাল সোমবার সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে মুন্নাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান আনোয়ার ই তাসলিমা।

আনোয়ার ই তাসলিমা জানান, মিডিয়া জগতে পরিচিত ও জনপ্রিয় সংগঠন বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরামের মহাসচিব হিসেবে শাহাদাৎ হোসেন মুন্না দীর্ঘদিন সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন। একই সাথে বিভিন্ন সমাজ সেবামূলক সংগঠনের সাথে জড়িত তিনি। মানবাধিকার সংস্থায় ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে সংগঠনটিকে এগিয়ে নিয়ে আর্তমানবতার সেবায় অবদান রাখতে সক্ষম হবেন।

সৃষ্টির নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন মুন্না জানান, একসাথে সবাই মিলে সমাজের অসহায় মানুষের পাশে থাকার প্রচেষ্টা আমার দীর্ঘদিনের। সেই প্রচেষ্টাকে বেগবান করতে আমার কার্যক্রম অব্যাহত থাকবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সৃষ্টিতে মুন্না নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে। ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক ও সেক্রেটারি সরকার মাজহারুল মান্নান এক বিবৃতিতে তাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, প্রকৃত মানবাধিকার নিশ্চিত করতে মুন্নার নেতৃত্বে সংগঠনটি এগিয়ে যাবে।


আরো সংবাদ



premium cement
বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১ দাগনভুঞায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির ঘটনায় আ’লীগ নেতাকে শোকজ দখলে থাকা ৪ গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা! কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যেসব এলাকায় রোববার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

সকল