২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

হিলি সীমান্তে বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

-

দিনাজপুরের হিলি সীমান্তবর্তী মোংলা এলাকায় বিজিবির সাথে কথিত বন্দুকযুদ্ধে দেলোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। বিজিবির দাবি নিহত দেলোয়ার একজন মাদক ব্যবস্যায়ী।

এর আগের দিন গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ৯৫৮ পিস ইয়াবাসহ দেলোয়ারকে আটক করে বিজিবি।

নিহত দেলোয়ার হোসেন হাকিমপুর উপজেলার নন্দিপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

জয়পুরহাট ২০ বিজিবি’র পক্ষ থেকে পাঠানো এক ই-মেইল বার্তায় জানানো হয়, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সীমান্ত দিয়ে চোরাইপথে ভারত থেকে দেশে প্রবেশের সময় দেলোয়ার হোসেনকে ৯৫৮ পিস ইয়াবাসহ আটক করে বিজিবি। পরে তাকে নিয়ে বিজিবি সদস্যরা রাত ২টার দিকে সীমান্তবর্তী চেংগ্রাম এলাকায় মাদক উদ্ধারে যায়। এসময় দেলোয়ারের সহযোগীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। বিজিবিও পাল্টা গুলি চালালে ক্রসফায়ারে দেলোয়ারের মৃত্যু হয়। এসময় বিজিবির তিন সদস্য আহত হয়।

এদিকে হাকিমপুর থানা অফিসার ইন-চার্জ আনোয়ার হোসেন জানান, দেলোয়ারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মংলা বিজিবি ক্যাম্প কমান্ডার আবু সাইদ বাদি হয়ে হাকিমপুর থানায় একটি মামলা দায়ের করে।


আরো সংবাদ



premium cement