২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

দেবীগঞ্জে রাস্তায় স্পিড ব্রেকার স্থাপনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

- ছবি : নয়া দিগন্ত

পথ যেন না হয় মৃত্যুর, পথ হোক শান্তির, এই শ্লোগান ধরে দেবীগঞ্জ পৌরসভার রাস্তায় ঝুকিপূর্ণ জায়গাগুলোতে স্পিড ব্রেকার স্থাপনের দাবীতে মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ে ক্লিন দেবীগঞ্জের উদ্ধ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র সহ সর্বসাধারণ অংশ নেন।

বক্তরা মানববন্ধনে বলেন, প্রতিদিন দেবীগঞ্জের পাকা রাস্তা দিয়ে শত শত ট্রাক পাথর ও বালু নিয়ে যায়। নিয়ে যাওয়ার এই পাকা রাস্তার খুব কাছ ঘেষে একটি অলদীনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও একটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে প্রায় অসংখ্য দূর্ঘটনাও ঘটেছিল। স্কুলের ক্লাস শুরু হওয়া থেকে স্কুল ছুটি হওয়া পর্যন্ত শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকরা দুশ্চিন্তায় থাকেন। যানবাহনের গতি কমানোর জন্য নেই কোন স্পিড ব্রেকার।

বক্তব্য দেন, দেবীগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবু বাকের, সাংবাদিক রানা, সাংবাদিক রনি প্রমুখ। শেষে দেবীগঞ্জের ইউএনওর নিকট একটি স্বারকলিপি প্রদান করেন। ইউএনও প্রত্যয় হাসান এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।


আরো সংবাদ



premium cement