২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ঝড়ে গাছ উপড়ে ১২ দোকান বিধ্বস্ত

-

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট বাজারে আমগাছ উপড়ে পড়ে ১২টি দোকান বিধ্বস্ত হয়েছে। রোববার গভীর রাতে বৃষ্টির সাথে প্রচণ্ড ঝড়ে শতাধিক বছরের পুরনো বিশাল আকৃতির এ আমগাছটি উপড়ে পড়ে।

ওই এলাকার ওবায়দুল হক মনু, দারুল ইসলাম, জায়দুল হক জানান, রাত দেড়টার দিকে বৃষ্টির সাথে প্রচণ্ড বাতাসে গাছটি উপড়ে পড়ে। এ সময় গাছের ডালপালার নিচে পড়ে লুৎফর বস্ত্র বিতান, জুয়েল হার্ডওয়্যার, গোবিন্দ কপি হাউস, পিটন কসমেটিক্স, গাজী টি স্টল, ফজলু লন্ড্রি, রফিকুল ফল ভান্ডার, রেজাউল ফল ভান্ডার, কাশেম গলামাল স্টোর, শংকর হোটেলসহ আশপাশের কয়েকটি দোকান বিধ্বস্ত হয়।

নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান মুসাবেবর আলী জানান, ১২টি দোকানের মালামাল, ঘর-দরজাসহ প্রায় অর্ধকোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই সময় বাজারে লোকজন না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা: মাছুমা আরেফিন ও উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।


আরো সংবাদ



premium cement