২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

- ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তের ওপারের ভারতীয় উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার সোনামতি ক্যাম্পের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা গত শুক্রবার ভোর রাতে বাংলাদেশী গরু ব্যবসায়ী আবু হানিফ (৩০) নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে।

এলাকাবাসী ও সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার জুগিরহাড় গ্রামের জয়নতদীনের ছেলে আবু হানিফসহ কয়েকজন ব্যবসায়ী মিলে গত শুক্রবার ভোর রাতে রত্নাই সীমান্তের ৩৮০ মেইন পিলারের ১শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে গরু কিনতে যান। ওই সময় ভারতীয় উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানার সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যদের নজরে পড়লে তাকে ধাওয়া করে আটক করে শারীরিক নির্যাতন চালিয়ে ওপারের ক্যাম্পে নিয়ে যায়।

পরে সকাল হলে রত্নাই বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে বাংলাদেশীকে ফেরৎ চেয়ে ভারতীয় রত্নাই ক্যাম্পে বিএসএফকে পত্র প্রদানের মাধমে তীব্র প্রতিবাদ জানানো হলে বিএসএফ’র সকাল ১০টায় সীমান্তের জিরো পয়েন্টে উভয় দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ’র পক্ষ থেকে আটককৃত বাংলাদেশী দুই ব্যবসায়ীকে ফেরৎ চাওয়া হলে তাকে ভারতীয় গোয়ালপুকুর থানার পুলিশের নিকট সোপর্দ করেছে বলে বিএসএফ বিজিবিকে জানিয়েছে।

উল্লেখ্য যে, বালিয়াডাঙ্গী উপজেলার চড়–ইগতি গ্রামের আইনতদ্দিনের ছেলে হাবিল উদ্দীনসহ কয়েকজন ব্যবসায়ী মিলে গত ৪মে ভোর রাতে বেউরঝাড়ী সীমান্তের ৩৮০/৪ সাব পিলারের ১শ’ গজ বাংলাদেশের অভ্যান্তরে গরু কিনতে গেলে ওই সময় ভারতীয় উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানার বড়বিল্লাহ ক্যাম্পের বিএসএফ সদস্যদের নজরে পড়লে তাকে ধাওয়া করে আটক করে শারীরিক নির্যাতন চালিয়ে ওপারের ক্যাম্পে নিয়ে যায়।

অপরদিকে, উপজেলার পশ্বিম হরিণমারী গ্রামের সামশুদ্দীনের নাসিরুল ইসলাম (৪০) ও পাশ্ববর্তী লক্ষী ডাঙ্গী গ্রামের কুড়াল মোহাম্মদের ছেলে বাবুল হোসেন (৩৫) কয়েকজন ব্যবসায়ী মিলে গত ২২ এপ্রিল ভোররাতে রত্নাই সীমান্তের ৩৮৩ মেইন পিলারের ১শ’ গজ বাংলাদেশের অভ্যান্তরে গরু কিনতে যান। ওই সময় ভারতীয় উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার সোনমতি ক্যাম্পের বিএসএফ সদস্যদের নজরে পড়লে তাদেরকে ধাওয়া করে আটক করে শারীরিক নির্যাতন চালিয়ে ওপারের ক্যাম্পে নিয়ে গিয়ে ভারতীয় থানা পুলিশের নিকট সোপর্দ করে।

এ ব্যাপারে ঠাকুরগাঁও ৫০ বিজিবির ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্ণেল সামিউল নবী চৌধুরী নয়া দিগন্তকে জানান, আটককৃত হাবিল উদ্দীন ভারতের অভ্যন্তরে বিএসএফ হাতে ধরা পড়ে। তাকে ফেরত চেয়ে বিএসএফ’র নিকট পত্র প্রদানের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানানো হলে উভয় দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আটককৃত বাংলাদেশী ব্যবসায়ীকে ভারতীয় থানা পুলিশের নিকট সোপর্দ করেছে বলে বিএসএফ জানিয়েছে।


আরো সংবাদ



premium cement
পিরোজপুরে বাসের ধাক্কায় নদীতে ৪ মোটরসাইকেল ফরিদপুরে নিহতদের বাড়ি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী টিকটকে ভিডিও দেখে পুরস্কার, প্রভাব ফেলছে মানসিক স্বাস্থ্যে পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে: পাটমন্ত্রী মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে : সালাম নবায়নযোগ্য জ্বালানি ৪০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার : পরিবেশ সচিব সৌরশক্তি খাতে আবার মাথা তুলে দাঁড়াতে চায় জার্মানি ‘সরকারের সদিচ্ছার অভাবেই বিচার প্রক্রিয়ার ধীর গতি’ মোদি কি হিন্দু-মুসলমান মেরুকরণের চেনা রাজনীতিতে ফিরছেন? টাঙ্গাইলে বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ ফুলগাজীতে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

সকল