২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

বাংলাদেশী ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

বাংলাদেশী ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ - সংগৃহীত

রাতের আধারে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভূক্তভোগী বাংলাদেশীর নাম হাবিল উদ্দিন (৩৮)। তিনি একজন গরু ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্তে। সীমান্তের ওপারের ভারতীয় উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার বড়বিল্লাহ ক্যাম্পের সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ সদস্যরা হাবিলকে আটক করে।

এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার চড়ুইগতি গ্রামের আইনতদ্দিনের ছেলে হাবিল উদ্দিনসহ কয়েকজন ব্যবসায়ী মিলে রোববার ভোররাতে বেউরঝাড়ী সীমান্তের ৩৮০/৪ সাব পিলারের ১শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে গরু কিনতে যান। ওই সময় ভারতীয় উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানার বড়বিল্লাহ ক্যাম্পের বিএসএফ সদস্যদের নজরে পড়লে তারা ব্যবসায়ীদের ধাওয়া করে। পরে হাবিলকে আটক করে শারীরিক নির্যাতন চালিয়ে ক্যাম্পে নিয়ে যায়।

পরে রোববার সকালে আটককৃত বাংলাদেশীকে ফেরত চেয়ে ভারতীয় বড়বিল্লাহ ক্যাম্পে বিএসএফকে পত্র পাঠায় বেউরঝাড়ী বিজিবি ক্যাম্প। এসময় বিএসএফের এই কার্যক্রমের তীব্র প্রতিবাদ জানায় বিজিবি।

পরে সকাল ১০টায় সীমান্তের জিরো পয়েন্টে উভয় দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে আটককৃত বাংলাদেশী দুই ব্যবসায়ীকে ফেরৎ চাওয়া হলে তাকে ভারতীয় গোয়ালপুকুর থানার পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে বলে জানায় বিএসএফ।

উল্লেখ্য, বালিয়াডাঙ্গী উপজেলার পশ্চিম হরিণমারী গ্রামের সামশুদ্দীনের ছেলে নাসিরুল ইসলাম (৪০) ও পার্শ্ববর্তী লক্ষীডাঙ্গী গ্রামের কুড়াল মোহাম্মদের ছেলে বাবুল হোসেন (৩৫) সহ কয়েকজন ব্যবসায়ী মিলে গত ২২ এপ্রিল ভোররাতে রত্নাই সীমান্তের ৩৮৩ মেইন পিলারের ১শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে গরু কিনতে যান।

ওই সময় ভারতীয় উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার সোনমতি ক্যাম্পের বিএসএফ সদস্যদের নজরে পড়লে তাদেরকে আটক করে শারীরিক নির্যাতন চালিয়ে ভারতীয় থানা পুলিশের নিকট সোপর্দ করে।

এ ব্যাপারে ঠাকুরগাঁও ৫০ বিজিবির ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্ণেল সামিউল নবী চৌধুরী নয়া দিগন্ত অনলাইনকে জানান, আটককৃত হাবিল উদ্দিন ভারতের অভ্যন্তরে বিএসএফের হাতে ধরা পড়ে। তাকে ফেরত চেয়ে বিএসএফ’র নিকট পত্র প্রদানের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানানো হলে উভয় দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আটককৃত বাংলাদেশী ব্যবসায়ীকে ভারতীয় থানা পুলিশের নিকট সোপর্দ করেছে বলে বিএসএফ জানিয়েছে।


আরো সংবাদ



premium cement

সকল