২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

আ’লীগের চাচাকে পরাজিত করে বিদ্রোহী ভাতিজার বিজয়

- ছবি : সংগৃহীত

কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই গতকাল সোমবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ৫ম ধাপে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে উপজেলা পরিষদ নির্বাচন ৫৫টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান মাসুদ রাত ৯টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম মাইকে ঘোষণা করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। তার মধ্যে দু’জন বিদ্রোহী প্রার্থী চাচা ও ভাতিজা। ভোটের প্রাপ্ত চূড়ান্ত ফলাফলে আওয়ামী লীগের মনোনিত প্রার্থীকে এবং  বিদ্রোহী প্রার্থী আপন চাচাকে পরাজিত করে বিজয়ী হয়েছেন ভাতিজা।

সহকারী রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম জুয়েল মোটর সাইকেল প্রতীক নিয়ে ৩৬ হাজার ১৯৬ ভোট পেয়ে নিকটতম প্রার্থী আপন চাচার চেয়ে ৬ হাজার ২৩৩ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব মোঃ সফিকুল ইসলাম আনারস মার্কা প্রতীক ২৯ হাজার ৯৬৩ ভোট পেয়ে ভাতিজার কাছে পরাজিত হয়েছেন। আওয়ামী লীগের মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহসান হাবীব বুলবুল নৌকা প্রতীক নিয়ে ২৯ হাজার ৪৬৯ ভোট পেয়ে বিদ্রোহীর প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি মাজেদুর রহমান টিউবয়েল প্রতীক নিয়ে ৩৬ হাজার ২২১ ভোট পেয়ে নিকটতম প্রার্থীর চেয়ে ৫ হাজার ৫৫ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোমিনুল ইসলাম ভাসানী বই প্রতীকে ৩০ হাজার ৭১৬ ভোট পেয়েছেন।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী মহিলালীগের নেত্রী আলিয়া পারভীন কলস প্রতীক নিয়ে ৩২ হাজার ৬৬৮ ভোট পেয়ে ভোট পেয়ে নিকটতম প্রার্থীর চেয়ে ১ হাজার ৬৫৩ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সীমা আক্তার বল প্রতীকে ৩১ হাজার ১৫ ভোট পেয়েছেন।

বালিয়াডাঙ্গী উপজেলার ৮টি ইউনিয়নের ৫৫টি ভোট কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৬ হাজার ৯৩১ জন। মোট প্রদত্ত ভোটারের সংখ্যা ৯৭ হাজার ৭৫৬ জন। তার মধ্যে বৈধ ভোটারের সংখ্যা ৯৪ হাজার ১৭৬ জন এবং অবৈধ ভোটারের সংখ্যা ৩হাজার ২৮০ জন।

এব্যাপারে ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফির মোঃ জিলহাজ উদ্দিন প্রাপ্ত ফলাফলের সত্যতা স্বীকার করেন।


আরো সংবাদ



premium cement