১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

বিনা টিকেটে ট্রেনে ভ্রমন, অতঃপর...

- ছবি : সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে শুক্রবার সকালে বিনা টিকেটে রেল ভ্রমনের জন্য ১৮ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি পরিমল কুমার সরকার।

সৈয়দপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, চিলাহাটি থেকে খুলনাগামী আন্তঃনগর রুপশা ট্রেনে যাত্রীরা বিনা টিকেটে ভ্রমন করে এমন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর স্টেশনে আকষ্মিক অভিযান চালানো হয়। এতে রেলপথ আইন ১৮৯০ সালের ১২২ ধারায় চিলাহাটির হাজীগঞ্জের হাবিবুর রহমানের স্ত্রী সুমনা, ডোমারের ইসলামের স্ত্রী নাহার, চিলাহাটির সামসুল ইসলামের স্ত্রী খতেজা বেগম, লুৎফর রহমানের ছেলে তহিদুল ইসলামসহ ১৮ যাত্রীর প্রত্যেককে ১৮০ টাকা করে জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রনালয়ের যুগ্ন সচিব আলতাফ হোসেন, স্টেশন মাস্টার শওকত আলী, রেলওয়ে পুলিশ (জিআরপি) উপ পরিদর্শক ফিরোজুল ইসলাম, সৈয়দপুর থানার উপ-পরিদর্শক সোলেমান আলী, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) এসআই শেখ এরশাদ প্রমুখ।


আরো সংবাদ



premium cement