১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

তিস্তায় কলস দিয়ে পানি ঢেলে ব্যতিক্রমী প্রতিবাদ

- ছবি : নয়া দিগন্ত

তিস্তা নদীতে কলস দিয়ে পানি ঢেলে প্রতিবাদ জানালো মানুষ। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে বাঁচলে নদী, বাঁচবে জীবন শ্লোগানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রিভারাইন পিপলস এর আয়োজনে এ প্রতিবাদ জানানো হয়।
রংপুরের কাউনিয়ায় রেল এবং সড়কসেতুর মধ্যবর্তী তিস্তা নদীতে এভাবে পানির জন্য প্রতিবাদ জানায় মানুষ।

দিবসটি উপলক্ষে তিস্তায় কলস দিয়ে পানি ঢেলে নদী তীরে মানববন্ধন করে সংগঠনটি। এতে বক্তব্য রাখেন রিভারাইন পিপলসের পরিচালক ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, রিভারাইন পিপলের কর্মী হ্যাপী রায়, রুবেল, রেজওয়ান, সঞ্জয় চৌধুরী, কামাল আহমেদ প্রমুখ।

এসময় ড. তুহিন ওয়াদুদ জানান, ভারতের একতরফা পানি প্রত্যাহার করার কারণে শুধু বাংলাদেশের উত্তরাঞ্চল ক্ষতির মধ্যে পড়েনি। সমুদ্র এলাকা পযন্ত এই ক্ষতির প্রভাব রয়েছে। নদীতে পানি না থাকলে সমুদ্রে উজানের পানির চাপ কম থাকে। ফলে লবণাক্ত পানি উজানের দিকে উঠে আসছে। এই নদীতে পানি না থাকার কারণে এ নদীর শাখা নদীগুলোও মরতে বসেছে। তিস্তার পানি ন্যায্য হিস্যার ভিত্তিতে পাওয়ার কোনো বিকল্প নেই।

বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে পানি পাওয়া না গেলে প্রয়োজনে জাতিসংঘ প্রণীত আইনের মাধ্যমে পানির ব্যবস্থা করতে হবে।


আরো সংবাদ



premium cement