২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

বিএসএফ - সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের ধর্মগড় সীমান্তে বিএসএফের গুলিতে জাহাঙ্গীর আলম রাজু (২১) নামে এক বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে। নিহত রাজু রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাদশা মিয়ার ছেলে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে জাহাঙ্গীর আলম রাজুসহ কয়েকজন মিলে ধর্মগড় সীমান্তের ৩৭২ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এসময় ভারতের উত্তর দিনাজপুর জেলার শ্রীপুর বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিএসএফ’র গুলিতে এসময় ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম রাজু নিহত হয়।

এ বিষয়ে বিজিবি’র ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত রাজুসহ বেশ কয়েকজন ভারতের ভেতরে অনুপ্রবেশ করে। পতাকা বৈঠকের জন্য বিএসএফের সাথে যোগাযোগ করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement