২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

রংপুর-৪ আসনে তিন ব্যবসায়ীর লড়াই

রংপুর-৪ আসনে তিন ব্যবসায়ীর লড়াই - ছবি : সংগৃহীত

রংপুর-৪ আসনে জোরেসোরো চলছে নির্বাচনী প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার প্রতিশ্রুতি নিয়ে ছুটে চলছেন। নানমুখী প্রচারের পসরা নিয়ে পাড়া-মহল্লা থেকে অলি-গলি পর্যন্ত ঘুরছেন কর্মী-সমর্থকেরা। প্রার্থীদের পাশাপাশি বসে নেই তারাও। এ আসনটিতে ভোটযুদ্ধে নিমেছেন তিন হেভিওয়েট ব্যবসায়ী। পাশাপাশি রয়েছেন ক’জন নতুন মুখ। 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী না থাকলেও বর্তমান এমপি আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক টিপু মুনশি, জাতীয় ঐক্যফ্রন্টের এমদাদুল হক ভরসা, জাতীয় পার্টির মোস্তফা সেলিম বেঙ্গল, বাম গণতান্ত্রিক ফ্রন্টের সাদেক হোসেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের (চরমোনাই) মাওলানা বদিউজ্জামান, জাকের পার্টির লায়লা আরজুমান আরা লাকী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে টিপু মুনশি নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। মূলত এ আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে হাড্ডাহাডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এ আসনের ভোটারেরা জানান, নির্বাচনে দুই শিল্পপতির সাথে নতুন প্রার্থীদের লড়াই খুব একটা সহজ হবে না। 

আওয়ামী লীগের প্রার্থী টিপু মুনশি বলেন, নির্বাচনে হেভিওয়েট প্রার্থী কোনো বিষয় নয়, এ আসনে দু’বার এমপি নির্বাচিত হয়েছি। জনগণের জন্য অনেক কাজ করেছি। সব সেক্টরে অনেক উন্নয়ন করেছি, যা জনগণ জানে। আমি মনে করি এবারের নির্বাচনে ভোটারেরা আমাকে তৃতীয়বারের মতো নির্বাচিত করবেন।

জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী কাউনিয়া উপজেলা বিএনপি সভাপতি এমদাদুল হক বলেন, আমার পিতা রহিম উদ্দিন ভরসা এ আসনটিকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছিলেন এবং তিনি এই আসনের জনগণের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করে গেছেন। তার অসম্পন্ন কাজগুলো সম্পন্ন করার ইচ্ছা নিয়ে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটারেরা আমাকে জয়যুক্ত করবেন বলে আশা করি।

অপর দিকে জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল জানান, আসনটি জাতীয় পার্টির দুর্গ বলে খ্যাত। আসনটি উদ্ধারে কর্মী, সমর্থক ও ভোটারদের ঐক্যবদ্ধ করে লাঙলের বিজয় ছিনিয়ে আনব।


আরো সংবাদ



premium cement
কুবিতে আল্টিমেটামের পর ভিসির কার্যালয়ে তালা ঝুলাল শিক্ষক সমিতি সাজেকে সড়ক দুর্ঘটনায় ৫ শ্রমিক নিহতের খবরে ঈশ্বরগঞ্জে শোক দুর্যোগে এশিয়ায় সবচেয়ে বেশি মৃত্যু কেন বাংলাদেশে? জবিতে ভর্তি পরীক্ষায় আসন বেড়েছে ৫০টি বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের মাটির নিচে পাওয়া গ্রেনেড মাইন মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে যাচ্ছে জবি, বন্ধ থাকবে পরীক্ষা কুড়িগ্রামে রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে দেওয়ানগঞ্জের প্রতিবন্ধী শিক্ষার্থী শিহাব কিশোরগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সাতক্ষীরা বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লেগে মোটরসাইকেলআরোহী নিহত

সকল