১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

রংপুরে জিয়াউদ্দিন বাবলুর স্ত্রীর উপর হামলা

টুম্পা ও বাবলু - ছবি: সংগৃহীত

রংপুরে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা জিয়াউদ্দিন বাবলুর স্ত্রী ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের ভাগনি মেহেজেবুন্নেছা রহমান টুম্পার উপর দুই দফা হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন তিনজন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার বিকাল ৩টার দিকে ও তার কিছু আগে এ ঘটনা ঘটে।

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে প্রার্থী হয়েছেন বাবলু। আজ ছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন। জানা যায়, এ উপলক্ষেই টুম্পা স্বামীর হয়ে সেখানে গিয়েছিলেন।

আসনটিতে সাবেক মন্ত্রী, জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও বর্তমানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বাবলুর প্রার্থী হওয়ার বিষয়টি মেনে নিতে পারেনি স্থানীয় জাতীয় পার্টি। তাই তাকে সেখানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

টুম্পা আজ রংপুর ডিসি অফিসের কম্পাউন্ডে ঢোকার সময় প্রথম দফা আক্রমণের শিকার হন। এ সময় তার সাথে থাকা ব্যাগ কেড়ে নেয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। তখন তারা গাড়িতে করে দ্রুত এলাকা ত্যাগ করলে নগরীর হাজীপাড়া মোড়ে দ্বিতীয় দফায় আক্রমণের শিকার হন।


আরো সংবাদ



premium cement