২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

রংপুর কারাগারে ব্যারিস্টার মইনুল

ব্যারিস্টার মইনুল হোসেন - ছবি : নয়া দিগন্ত

ঢাকা থেকে রংপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে। শনিবার বিকেল সাড়ে ৪টায় কড়া পুলিশি প্রহরায় তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। রোববার সকালে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রের আদালতে তাকে হাজির করা হবে।

রংপুর কেন্দ্রীয় জেলার মোহাম্মদ আমজাদ হোসেন জানান, শনিবার সকাল ৯টায় ঢাকা থেকে ব্যারিস্টার মইনুল হোসেনকে নিয়ে রংপুরের উদ্দেশে রওনা দেয়া হয়। বিকেল ৪টা ৩০ মিনিটে পুলিশি প্রহরায় তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।

একাত্তর টিভির একটি অনুষ্ঠানে দৈনিক আমাদের নতুন সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় মইনুল হোসেনের বিরুদ্ধে ২২ অক্টোবর রংপুরে মামলা দায়ের করে নারী অধিকারকর্মী মিলিমায়া বেগম। ওই মামলার তাকে আদালতে হাজির করা হবে।


আরো সংবাদ



premium cement