২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`
ইউপি নির্বাচন

৩টির মধ্যে ২টিতেই আওয়ামী লীগের ভরাডুবি

৩টির মধ্যে ২টিতেই আওয়ামী লীগের ভরাডুবি। - সংগৃহীত

নীলফামারীর ডিমলা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে দুটিতেই হেরেছে আওয়ামী লীগের প্রার্থী এবং জিতেছে একটিতে। রোববার ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী, গয়াবাড়ী ও টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ডিমলা উপজেলা ৪ নং খগা খড়িবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীক নিয়ে ৪ হাজার ৪২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩ হাজার ৮১৮টি। ৫নং গয়াবাড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সামসুল হক আনারস প্রতীক নিয়ে ৭ হাজার ২৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সাবেক চেয়ারম্যান শরিফ ইবনে ফয়সাল মুন নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪ হাজার ৫৬৮টি। অপরদিকে ৯নং টেপা খড়িবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মইনুল হক নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ৯৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ৮৯৩টি।

রোববার রাত ১১ টায় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারা ওই তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের ভোটের বে-সরকারি ফলাফল ঘোষণা করেন। তারা বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য ডিমলা উপজেলার চারটি ছিটমহল বিলুপ্ত হলে উল্লেখিত ওই তিনটি ইউনিয়নের সীমানা জটিলতায় উচ্চ আদালতে মামলা দায়ের হয়। মামলার কারণে ২০১৬ সালের ঘোষিত তফশীলে ওই তিনটি ইউনিয়নে নির্বাচন স্থগিত করা হয়েছিল। আদালতে মামলার নিষ্পত্তি হওয়ায় ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত পত্রে স্থগিত ইউনিয়ন তিনটির নির্বাচনী তফশিল ঘোষণা করা হলে রোববার তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

আরো দেখুন : আওয়ামী লীগের বর্ধিত সভায় নৌকার ভরাডুবির শঙ্কা প্রকাশ করলেন বক্তারা
ফরিদপুর সংবাদদাতা; ২০ অক্টোবর ২০১৮, ১৭:৩২


আওয়ামী লীগের বর্ধিত সভায় নৌকার ভরাডুবির শঙ্কা প্রকাশ করেছেন বক্তারা। আগামী নির্বাচনকে সামনে রেখে শনিবার বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বোয়ালমারী উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় এ সভায় কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফুর রহমান দোলন, সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী সিরাজুল ইসলাম ও ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া। তবে এ সভায় স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আব্দুর রহমান উপস্থিত ছিলেন না।

সভায় বর্তমান সংসদ সদস্য আব্দুর রহমানে এমপির কর্মকাণ্ডের সমালোচনা করেন বক্তারা। তারা আগামী নির্বাচনে এ আসনে নৌকার প্রার্থী পরিবর্তনের দাবি জানান। অনথায় নৌকার ভরাডুবি হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। তারা এই আসনে বিগত দিনের বিভিন্ন দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের বিবরণ তুলে ধরেন।


উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বোয়ালমারী পৌর মেয়র মোজাফফর হোসেন মিয়া বাবলু, আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান জালালউদ্দিন আহমেদ, মোহাম্মদ আসাদুল করিম, একেএম আহাদুল হাসান, সুভাষ সাহা প্রমুখ। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement