২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশীর লাশ হস্তান্তর

বিএসএফের গুলিতে নিহত গোলাম রব্বানীর লাশ - নয়া দিগন্ত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্তের ওপারে ভারতীয় হাটখোলা ক্যাম্পের বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী গোলাম রব্বানীর (৩০) লাশ হস্তান্তর করা হয়েছে। আজ রোববার বিকেল ৫টায় পাড়িয়া সীমান্তের ৩৮৬ মেইন পিলারের জিরো পয়েন্টে উভয় দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ নিহতের লাশ বিজিবির নিকট হস্তান্তর করে।

বিজিবি সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার তারাঞ্জুবাড়ী গ্রামের পসর মোহাম্মদ ওরফে পরাকঠির ছেলে গোলাম রব্বানীসহ কয়েকজন ব্যাবসায়ী মিলে গত শনিবার ভোর রাতে কান্তিভিটা সীমান্তের ৩৮৯ মেইন পিলারের একশ গজ বাংলাদেশের অভ্যান্তরে গরু কিনতে যান।

ওইসময় ভারতীয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার হাটখোলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশী ব্যবসায়ীদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে।

এতে বাংলাদেশী গরু ব্যাবসায়ী গোলাম রব্বানী গুলিবৃদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। পরে বিএসএফ সদস্যরা নিহতের লাশ টেনে হিঁছড়ে তাদের ক্যাম্পে নিয়ে যায়।

সকালে সীমান্তে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে কান্তিভিটা ক্যাম্পের বিজিবির পক্ষ থেকে ভারতীয় হাটখোলা ক্যাম্পের বিএসএফকে পত্র প্রদানের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানালে গত শনিবার দুপুর ১টায় উভয় দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ে কান্তিভিটা সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নিহত ব্যবসায়ী রাব্বানীর লাশ ভারতে ময়নাতদন্ত শেষে আজ রোববার বিকাল ৫টায় পাড়িয়া সীমান্তের ৩৮৬ মেইন পিলারের জিরো পয়েন্টে উভয় দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ নিহতের লাশ বিজিবির নিকট হস্তান্তর করে।

এ ব্যাপারে ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তুহিন মো: মাসুদ নয়া দিগন্তকে বলেন, রোববার বিকেলে উভয় দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ে ঘন্টাব্যাপী পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ নিহত গোলাম রব্বানীর লাশ বিজিবির কাছে হস্তান্তর করেছে।

উল্লেখ্য, এর আগে গত ২৯ সেপ্টেম্বর ভোররাতে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী সাইদুল ইসলাম (৩০) নিহত হন। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহত সাইদুল বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী গ্রামের খতিব উদ্দীনের ছেলে।

আরো পড়ুন: কাঁঠালডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত
বালিয়াডাঙ্গী ও হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা, ২২ জুলাই ২০১৮

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে আলী হোসেন নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। তিনি ওই উপজেলার বেলডাঙ্গী কাঁঠালডাঙ্গী গ্রামের মোস্তাক আলীর ছেলে।


গতকাল শেষরাতে ভারতের উত্তর দিনাজপুর জেলার গোলপুকুর থানার নারগাঁও বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ১০-১২জন ভোরে গরু আনতে ভারতের ভেতরে যান। এ সময় নারগাঁও বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আলী হোসেন গুলি বিদ্ধ হন। সহযোগীরা তাকে উদ্ধার করে নিয়ে আসার সময় মারা যান তিনি।


ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


হরিপুর থানার ওসি রুহুল কুদ্দুস জানান, সীমান্তে গুলিতে নিহত আলী হোসেনের লাশ তার পরিবারের কাছেই আছে। ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


হরিপুর সীমান্তে বিএসএফের গুলি : নিহত এক
সংবাদ পেয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির সিও ঘটনাস্থলে আসেন এবং এ বিষয়ে বিজিবি-বিএসএফ কোম্পানি পর্যায়ে গতকাল দুপুরে সীমান্তের ‘নো ম্যান্স ল্যান্ডে’ পতাকাবৈঠকের মাধ্যমে এর প্রতিবাদ জানান।


আরো সংবাদ



premium cement