১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

নীলফামারী-৪ আসনে মোশারফ হোসেনের গণসংযোগ

গণসংযোগ করছেন মোশাররফ হোসেন। - ছবি: নয়া দিগন্ত

নীলফামারী-০৪ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (১৮অক্টোবর) সকালে সৈয়দপুর শহরের কাজীপাড়াস্থ শ্বশুর বাড়িতে মতবিনিময় করেন তিনি। এতে সৈয়দপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর কাজী হায়দার হোসেন উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের তিনি বলেন, ১৯৬৯ সালের গণঅভ্যুথানে আমার রাজনৈতিক জীবন শুরু হয়। এরপর এরশাদ বিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতা হিসেবে ছাত্র রাজনীতির সমাপ্তি ঘটে।

কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৫ সালে এসএসসি, রংপুর সরকারী কলেজ থেকে এইচএসি পাস করার পর ভর্তি হই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরপর যুক্ত হই জাতীয় রাজনীতিতে।
বাংলাদেশ আওয়ামীলীগের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা ছাড়াও বর্তমানে প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি।

অর্থনৈতিক পরিবর্তনসহ মানুষের সক্ষমতা বাড়ায় উন্নয়নের কার্যকরীতা বাস্তবে রূপ লাভ করেছে। আগামীতে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে সাধারণ মানুষ আবারো নৌকা মার্কায় ভোট দিবেন।

ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক মোশারফ হোসেন রাজনীতি ছাড়াও পেশাগত হিসেবে গ্লোবাল ইন্সুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন।

কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের খামার গাড়াগ্রাম এলাকার বাসিন্দা মোশারফ হোসেনের শ্বশুর বাড়ি সৈয়দপুর শহরের কাজীপাড়ায়। সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের প্রাক্তন সভাপতি কাজী উমর ফারুক তার শ্বশুর।

পরে সৈয়দপুর শহরের বিভিন্ন স্থানে সরকারের উন্নয়ন বার্তা নিয়ে গণসংযোগ এবং বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন তিনি।


আরো সংবাদ



premium cement
মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের টার্মিনালে ঢুকে গেলো বাস, ইঞ্জিনিয়ার নিহত গোয়ালন্দে প্রবাসীর স্ত্রী-সন্তানকে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

সকল