২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

নবাবগঞ্জে আবারো অবৈধভাবে ইটভাটা স্থাপনের কাজ চলছে

বাগানের পাশে অবৈধ ইটভাটা স্থাপন করা হচ্ছে। - ছবি: নয়া দিগন্ত

দিনাজপুরের নবাবগঞ্জে আবারো অবৈধভাবে ইটভাটা স্থাপনের কাজ চলছে। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ উপেক্ষা করে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই’ ভুয়া তথ্য ও জাল সনদে দিনাজপুরের জেলার নবাবগঞ্জ-রংপুর সড়ক সংলগ্ন বিনোদনগর ইউনিয়নের রামপুর নামক স্থানে এ অবৈধ ইটভাটা স্থাপনের কাজ এগিয়ে ছলছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার নবাবগঞ্জ বাজার সংলগ্ন উর্বর কৃষি তিন ফসলি জমি’ জনবসতিপূর্ণ এলাকায় বাগানের পার্শ্বে ‘বাবা ব্রিক্স প্রোঃ রুমি আক্তার’ নামে এ অবৈধ ইটভাটা স্থাপন করেছেন আব্দুল গফুর নামে এক ব্যক্তি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার কয়েকজন ব্যক্তি জানান, আব্দুল গফুর বিভিন্ন মহল ম্যানেজ করে আবারো অবৈধভাবে এই ইটভাটা স্থাপন করছে।

বিষয়টি কর্তৃপক্ষ দেখেও নীরব ভুমিকা পালন করছেন বলে স্থানীয়রা দাবি করছেন।

এব্যপারে অবৈধ ইটভাটা স্থাপনকারী আব্দুল গফুর বলেন, ইউএনও অনুমতি দিয়েছে বলেই স্থাপন করছি এই ইটভাটা।

তবে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান মুঠোফোনে নয়া দিগন্তকে বলেন, আমি এর আগে ওই ইটভাটা ভেঙ্গে দিয়ে এসেছি। পরে আবার করার চেষ্টা চালালে সেটিও বন্ধ করে দেই।
তিনি আরো বলেন, এ ইটভাটা স্থাপন করার অনুমতি দেওয়ার কোন প্রশ্নই আসে না। আর আমি অনুমতিও দেইনি।

এখানে নতুন করে আর কোন অবৈধভাবে ইটভাটা স্থাপন করতে দেওয়া হবেনা বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement