২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের অতর্কিত গুলিবর্ষণ

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র অতর্কিত গুলিবর্ষণ। ছবি - সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা কোম্পানির সদর দপ্তরের বেউরঝাড়ী সীমান্তের ওপারে ভারতীয় বড়বিল্লাহ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যদের অতর্কিত গুলিবর্ষণে সীমান্ত এলাকার কয়েকটি গ্রামের মানুষ আতঙ্ককিত হয়ে নিরাপদ স্থানে ছুটে গিয়ে আশ্রয় নেয়।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা কোম্পানির সদর দপ্তর ক্যাম্পের ৩৮০ মেইন পিলারের ২ সাব পিলারের নিকট গত মঙ্গলবার ভোর রাতে কোন কারণ ছাড়াই ভারতীয় উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার অন্তর্গত বড়বিল্লা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা বাংলাদেশের দিকে লক্ষ করে অতর্কিতভাবে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এতে সীমান্ত এলাকার বেউরঝাড়ী, মেরদাবস্তী, চোচপাড়াসহ কয়েকটি গ্রামের মানুষ আতঙ্ককিত হয়ে ছুটাছুটি করে নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

এ ব্যাপারে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধীনে নাগরভিটা কোম্পানির সদর দপ্তর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার সফি নয়া দিগন্তকে ঘটনাটি অস্বীকার করে বলেন, সীমান্ত এলাকায় এ ধরনের কোন ঘটনা ঘটেনি।

অপরদিকে, এলাকাবাসীদের নিকট খোঁজ নিয়ে জানা গেছে, ভারতীয় উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুর থানার অন্তর্গত বড়বিল্লা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা কোন কারণ ছাড়াই গত বুধবার ভোররাতে বাংলাদেশের দিকে লক্ষ করে অতর্কিতভাবে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ নিয়ে সীমান্তবাসীরা আতঙ্কের মধ্যে দিনযাপন করছে।

উল্লেখ্য যে, গত শনিবার রাত ৯ টায় পাশ্ববর্তী রত্নাই সীমান্তের ৩৮২/৫ আর পিলারের নিকট ওপারের ভারতীয় সোনামতি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যদের গুলিতে বাংলাদেশী গরু ব্যাবসায়ী সাইদুল ইসলাম (৩৫) নিহত হন। পরে বিজিবি সদস্যরা এলাকাবাসীর সহযোগিতায় ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধারের পর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।


আরো সংবাদ



premium cement