২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পীরগাছায় অব্যবহৃত মিটারের বিল ১৩ হাজার টাকা

-

রংপুরের পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের ব্যবহার না হওয়া একটি মিটারের সেপ্টেম্বরের বিল এসেছে ১৩ হাজার দুইশত আটাশ টাকা, শুধু তাই নয় আগের মাসের দুইটি বিলের কাগজ দেখে জানাগেছে দুই মাসের বিল আলাদা আলাদা ভাবে এসছে, ওই মিটারের মালিক আব্দুল হাই নয়া দিগন্তকে জানান, প্রায় দেড় বছর থেকে ভাড়া না হওয়া ওই রুমে একেক সময় একেক বিল আসে।
তিনি বলেন আমার ছেলের রুমেও একই অবস্থা। ১৪০০ টাকা বিল এসেছে। আর আমার রুমে এসেছে ১৩ হাজার দুইশত আটাশ টাকা?
এব্যাপারে পীরগাছা জোনাল অফিসের ডি জি এম কে একাধিক বার ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি।
ওই এলাকার অনেকেই অভিযোগ করছেন মুলত মিটারের বিল না দেখেই, রিডিং করার কারনে এই সম্যাসা গুলো হচ্ছে। আর সম্যাসা হওয়া মানে অফিসে যোগাযোগ করা, অফিসে যোগাযোগ করা মানে পুরো একদিন চলে যাওয়া। এখন সবাই ব্যস্ত, কেউ বিদ্যুৎ বিল নিয়ে অফিসে অভিযোগ করতে যায় না, এর ফলে এরকম সম্যাসা দিন দিন পীরগাছায় বৃদ্ধি পাচ্ছে।


আরো সংবাদ



premium cement