২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

প্রধানমন্ত্রীর সাহায্য চান মহিলা আ’লীগের নেত্রী ক্যান্সার আক্রান্ত শিউলি

আওয়ামী লীগ
ফরিদা ইয়াসমীন শিউলী বাঁচতে চান - ছবি : নয়া দিগন্ত

দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত মহিলা আ’লীগ নেত্রী পাটগ্রাম পৌর শহরের নামকরা তাহেরা বিদ্যাপীঠের সাবেক শিক্ষিকা ফরিদা ইয়াসমীন শিউলী বাঁচতে চান। এই পর্যন্ত তার চিকিৎসায় প্রায় ৫ লাখ টাকা খরচ হয়েছে। তাকে সুস্থ করতে আরো প্রায় ৫ লাখ টাকার প্রয়োজন। কিন্ত এই অর্থ ব্যয় করা তার পরিবারের পক্ষে সম্ভব নয়। এ জন্য তার পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।

শিউলীর স্বামী পাটগ্রাম উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ডা: আব্দুল লতিফ জানান, তার স্ত্রী উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদিকা ফরিদা ইয়াসমীন শিউলীর প্রথমে গলায় সমস্যা দেখা দিলে রংপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রক্তসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে তার গলনালীতে ক্যান্সার ধরা পড়ে। পরে চিকিৎসকের পরামর্শে শিউলীকে ঢাকার মহাখালী বক্ষব্যাধি ক্যান্সার ইন্সটিটিউটে ভর্তি করা হয়। সেখানেও পরীক্ষা-নিরীক্ষা করে একই রোগ ধরা পড়ে। পরে ক্যান্সার বিশেষজ্ঞ ডা: তারিকুল ইসলামের তত্ত্বাবধানে তার গলায় অপারেশন করা হয়। এরপর চিকিৎসার পাশাপাশি এ পর্যন্ত তাকে ১০টি রেডিওথেরাপী এবং ৬টি কেমোথেরাপি দেয়া হয়েছে।

তিনি জানান, ‘চিকিৎসকরা জানিয়েছেন, শিউলীর ক্যান্সার গলনালী থেকে এখন লাঞ্চসহ শরীরে ছড়িয়ে পড়েছে। গলনালীর শব্দে রাতে ঘুম হয় না। খেতে পারে না। দিন দিন অবনতির দিকে যাচ্ছে তার স্বাস্থ্য। চিকিৎসকরা তাকে ভারতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।’

ডা: আব্দুল লতিফ বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নে লালিত আমার পরিবার। আমার বাবা মরহুম ডা: ইসমাইল হোসেন পাটগ্রাম উপজেলা আ’লীগের উপদেষ্টা পরিষদের একজন সদস্য ছিলেন। আমার গোটা পরিবার আ’লীগের রাজনীতির সাথে জড়িত। বহু নির্যাতন নিপিড়ন সহ্য করেও দলের সাথে জড়িত থেকে কোনোদিন দলের কাছে কেউ কিছু চাইনি। কিন্ত স্ত্রীর চিকিৎসায় আমি নিঃস্ব হয়ে গেছি। আমি একজন ডিএইচএমএস পাশ হোমিওপ্যাথিক চিকিৎসক। আমার মরহুম বাবাও পৌর শহরের একজন প্রবীণ এইচএমবি ডিগ্রীধারী হোমিওপ্যাথিক চিকিৎসক। ’৭১ সালে যুদ্ধকালীন সময়ে তিনি মুক্তিযোদ্ধাদের বিনা পয়সায় চিকিৎসা সেবা দিয়েছেন। যার স্বাক্ষী এখানকার আ’লীগ নেতারা।’

ডা: লতিফ জানান, শিউলীর চিকিৎসায় আরো প্রায় ৫ লাখ টাকার প্রয়োজন। এ জন্য তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন।

তার ঠিকানা ডা: আব্দুল লতিফ, কিশোর হোমিও হল, চৌরঙ্গী মোড় পাটগ্রাম পৌর শহর, লালমনিরহাট। মোবাইল-০১৭১০০৫০১৭৪।


আরো সংবাদ



premium cement
গাজা যুদ্ধের মধ্যেই ১০০ শতাংশ ছাড়িয়েছে ইসরাইলের সামরিক ব্যয় মন্ত্রী-এমপি’র স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা : কাদের গ্যাটকো মামলা : খালেদা জিয়ার বিরুদ্ধে শুনানি ২৫ জুন বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ গলাচিপায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে ৩টি সংগঠনের নেতৃত্বে মানববন্ধন থাইল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ছেলে হারা মা সাথিয়ার কান্না যেন থামছেই না বৃষ্টির জন্য নারায়ণগঞ্জে ইস্তিস্কার নামাজ আদায় প্রবাসী স্ত্রী থেকে প্রতারণার মাধ্যেমে দেড় লাখ টাকা চাঁদা আদায়, ছাত্রলীগ নেতাকে শোকজ কক্সবাজারে রোহিঙ্গা ভোটারের তালিকা চান হাইকোর্ট আশ্রয় নিলেন মিয়ানমারের আরো ৪৬ বিজিপি সদস্য

সকল