১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

রংপুরে মহাসড়কে ধীরগতির যানবাহন বন্ধে সাঁড়াশি অভিযান

-

সড়ক দুর্ঘটনা এড়াতে রংপুরের ওপর দিয়ে বয়ে যাওয়া মহাসড়কগুলোতে অটোরিকশাসহ ধীরগতির যানবাহন চলাচল বন্ধে মঙ্গলবার দুপুর থেকে সাঁড়াশি অভিযান শুরু করেছে ট্রাফিক পুলিশ। অভিযানের প্রথম দিনেই আটক করা হয় ২৪ টি বিভিন্ন ধরনের ধীরগতির যানবাহন।

রংপুর ট্রাফিক বিভাগ রংপুরের ইনচার্জ খান মোহাম্মদ মিজানুর ফাহামি নয়া দিগন্তকে জানান, মহাসড়কে সড়ক দুর্ঘটনা এড়াতে নগরীর মেডিক্যাল মোড় থেকে সিও বাজার, মর্ডান মোড় থেকে দমদমা পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানে ২১টি অটো রিক্সা, ১টি ট্রাকটর, ১ টি লেগুনা ও ১ টি ইটভাঙ্গা ট্রাক্টর আটক করা হয়। আটককৃত এসব অটোরিক্সা পুলিশ লাইন্স মাঠে এনে ড্যাম্প করা হয়েছে।

ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মহানগরীর বাইরে মহাসড়কগুলোতে প্রতিদিন শত শত অটোরিক্সা, টেম্পু, ট্রাক্টর চলাচল করছে। ধীরগতির এসব যানবাহনকে অতিক্রম করতে গিয়ে প্রায়সই দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার প্রধান কারণ হয়ে উঠেছে এসব তিন চাকার যানবাহন। তাই দুর্ঘটনা রোধে এসব যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত: গত রোববার দুপুরে নগরীর সিও বাজার বিজিবি সদর দপ্তরের সামনে একটি অটো রিকশাকে ওভারটেকিং করতে গিয়ে বিআরটিসি বাসের সথে গেটলক বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত এবং ৩০ জন আহত হয়।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ জানান, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যেই তেলের পাম্প মালিকদের নির্দেশনা দেয়া হয়েছে হেলমেট ছাড়া যেন পেট্রোল না দেয়া হয়। এছাড়াও মহাসড়ক, আঞ্চলিক সড়কে ধীরগতির যানবাহন বন্ধে অভিযান মঙ্গলবার থেকে শুরু হলো। অভিযান অব্যাহত থাকবে।


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল