২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

সৈয়দপুরে তৃতীয় দিনের মত সড়ক অবরোধ

-

নীলফামারীর সৈয়দপুরে তৃতীয় দিনের মত সড়ক অবরোধ করেছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাউস্ট) শিক্ষার্থীরা। সোমবার সকাল ৮ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামনের সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কে অবস্থান করে তারা। এতে এ পথে মটর যান চলাচল বন্ধ হয়ে যায়। নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা গত ৪ আগস্ট থেকে সড়ক অবরোধের কর্মসূচী পালন করছে। গত ৪ আগষ্ট মূলত: তাদের নেতৃত্বেই সাধারন শিক্ষাথীদের ব্যানারে সৈয়দপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা মানব বন্ধন, বিক্ষোভ মিছিল ও অবরোধে অংশগ্রহণ করে। একইভাবে ৫ আগস্ট তাদের কর্মসূচীতে সমর্থন জানিয়ে যোগ দেয় সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ ও সরকারী কারিগরী মহাবিদ্যালয়ের শিক্ষাথীরা। তাদের দাবি হলো- চলমান আন্দোলনের ৯ দফা দাবি মেনে নিয়ে প্রধানমন্ত্রী সরাসরি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দিলেই কেবল তারা কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করে ক্লাসে ফিরে যাবে।
অবরোধ চলাকালে শিক্ষার্থীরা “ছি ছি আর লজ্জায় বাঁচিনা, আমার ভাই কবরে, খুনিরা কেন বাইরে? শাসকদের দুই গালে জুতা মারো তালে তালে, রাজাকারের দুই গালে জুতা মারো তালে তালে, জয়বাংলা বিবেক সামলা’ ইত্যাদি শ্লোগান দেয়। এসময় তারা অভিযোগ করে যে, আমরা যাতে আন্দোলনে আসতে না পারি এজন্য আবাসিক হলগুলোর প্রধান গেটে তালা দেয়া হয়েছে। আমরা ছেলেরা কোনভাবে বের হয়ে আসতে পারলেও মেয়ের বীরঙ্গনা তারামন বিবি হলের ছাত্রীরা আসতে পারেনি। তারা সেখানে অবরুদ্ধ হয়ে আছে। তারা আরও বলেন, যারা ধর্ষিত হয়েছে তাদের বলবেন না ধর্ষিতা, তাদের উপাধি দেও বীরঙ্গনা।

 

 


আরো সংবাদ



premium cement