২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল : পরিকল্পনামন্ত্রী

-

বগুড়ার শিবগঞ্জে করতোয়া নদীর উপর অর্জুনপুর সেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নান এমপি। বৃহস্পতিবার ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আমরা নিজের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছি। জাতির পিতার যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিভিন্ন মেগা প্রজেক্টের মাধ্যমে দেশকে সুষম উন্নয়নে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে আনতে সক্ষম হয়েছি। এদেশের স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। যাতে দেশের উন্নয়ন তাদের কারণে ব্যহত না হয়।’

শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকের সভাপতিত্বে সমাবেশে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ্, বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, টিএমএসএস’র পরিচালক ড. হোসনে আরা বেগম, বগুড়া বিএমএ সাধারণ সম্পাদক ও শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের (শজিএেশ) উপাধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল বক্তব্য রাখেন।

এর আগে পার্শ্ববর্তী শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান ।

উল্লেখ্য, শিবগঞ্জের পৌরবাসীর বহু দিনের দাবি করতোয়া নদীর উপর অর্জুনপুর সেতুর নির্মাণ। ৭২ মিটার গার্ডারের এ সেতু নির্মাণ হলে শিবগঞ্জ থেকে অর্জুনপুরের যোগাযোগ সহজ হবে। এখানকার হাজার হাজার মানুষ অল্প সময়ের মধ্যে নিত্যদিনের বিভিন্ন কাজে উপজেলা সদরের সাথে সংযোগ স্থাপন করতে পারবেন।


আরো সংবাদ



premium cement
টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত হলেন উসাইন বোল্ট ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৭ বাংলাদেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা হিট অ্যালার্ট নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা ভান্ডারিয়ায় পিকআপ চাপায় বৃদ্ধ নিহত হোচট খেল লিভারপুল, পিছিয়ে গেল শিরোপা দৌড়ে যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার! ফের পন্থ ঝড়, ঘরের মাঠে গুজরাটকে হারাল দিল্লি ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ আরো বেড়েছে ইউক্রেন যুদ্ধে দুর্নীতি, পুতিনের নির্দেশে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী! 

সকল