২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
বগুড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

খালেদা জিয়ার মুক্তির জন্য সংসদ থেকে পদত্যাগ করতে প্রস্তুত আছি : এমপি মোশারফ

প্রধান অতিথির বক্তব্য রাখছেন হেলালুজ্জামান তালুকদার লালু। বিশেষ অতিথি ছিলেন এমপি মোশারফ - ছবি : নয়া দিগন্ত

বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন বলেছেন, খালেদা জিয়ার মুক্তির জন্য আমি সংসদ থেকে এখনই পদত্যাগে প্রস্তুত আছি। দল নির্দেশ দিলে যেকোনো সময় পদত্যাগ করবো।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার বগুড়া জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলালের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য কেএম খায়রুল বাশারের পরিচালনায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, আওয়ামী লীগ সরকারের কোনো জনভিত্তি নেই। তারা জোর করে ক্ষমতায় টিকে আছে। দেশে গণতন্ত্র, ভোটাধিকার, সুশাসন, বিচারব্যবস্থা, মত প্রকাশের স্বাধীনতা কোনোটাই নেই। জোর করে খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে। খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়েই গণতন্ত্র ফিরবে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ হবে, দেশের মানুষ নিরাপত্তা ফিরে পাবে।

এছাড়া বক্তব্য রাখেন বিএনপি নেতা রেজাউল করিম বাদশা, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদিন চাঁন, লাভলী রহমান, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, মাহবুবর রহমান বকুল, এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, তৌহিদুল আলম মামুন, সহিদ উন নবী সালাম, শেখ তাহা উদ্দিন নাহিন, এনামুল কাদির এনাম, ওমর ফারুক খান, মনিরুজ্জামান মনির, সোলায়মান আলী, মশিউর রহমান শামিম, আহবায়ক এসএম রাসেল মামুন, আকরাম হোসেন, জাহাঙ্গীর আলম, এ বি এম মাজেদুর রহমান জুয়েল, আবু হাসান, আব্দুর রহিম পিন্টু, শাহাদৎ হোসেন পলটন, সৌরভ হাসান সিপলু প্রমুখ।


আরো সংবাদ



premium cement
চলচ্চিত্র শিল্পী সমিতি : মিশা সভাপতি, ডিপজল সম্পাদক ফিলিপাইনে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি চীনের মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে! আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ 'কেএনএফ' সন্ত্রাস : সার্বভৌম নিরাপত্তা সতর্কতা অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী

সকল