১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সিরাজগঞ্জে আবারো ট্রেনের ইঞ্জিন বিকল

-

সপ্তাহ পার না হতেই আবারো সিরাজগঞ্জে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ার ঘটনা ঘটল। বুধবার দুপুরে ঢাকা-ঈশ্বরদী রেল লাইনের বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগঞ্জের মুলিবাড়ীতে চেকপোস্টের কাছে মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে লাইনের ওপর আটকা পড়ে। এতে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ প্রায় পৌনে এক ঘন্টা বন্ধ থাকে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, ঈশ্বরদী থেকে আসা ভারতীয় পাথর বোঝাই ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে আসার কথা। ট্রেনটি মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় পৌঁছলে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ কারণে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে পঞ্চগড়গামী ‘একতা এক্সপ্রেস’ ট্রেনটি আটকা পরে অপেক্ষা করতে থাকে।

এদিকে, জামতৈল স্টেশনে থাকা অতিরিক্ত ইঞ্জিনের সাহায্যে আটকা পড়া মালবাহি ট্রেনটিকে ঠেলে নিয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে নেয়া হয়। এতে প্রায় পৌনে এক ঘন্টা পর ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সিরাজগঞ্জ শহরে প্রবেশ পথ মুলিবাড়ী চেকপোস্টে এ ইঞ্জিনটি বিকল হওয়ার কারণে এ সড়কে যান চলাচল বন্ধ থাকে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী রাজশাহী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পরে। এতে প্রায় আড়াই ঘন্টা ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ ছিলো। এর আগে গত ১৪ নভেম্বর উল্লাপাড়া রেল স্টেশনের অদূরে লুপলাইনের ত্রুটির কারণে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি দুর্ঘটনার পড়ে আগুন ধরে পুড়ে যায়।


আরো সংবাদ



premium cement