২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বানিয়াচং জনাব আলী কলেজ উত্তাল

বানিয়াচং জনাব আলী কলেজ উত্তাল - ছবি : সংগৃহীত

শিক্ষক লাঞ্চনাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে উত্তাল হয়ে উঠেছে হবিগঞ্জের বানিয়াচং সরকারী জনাব আলী ডিগ্রী কলেজ। ঘটনার ও থানায় অভিযোগ দায়েরের ৪ দিন অতিবাহিত হওয়ার পরও সন্ত্রাসীরা গ্রেফতার না হওয়ায় মঙ্গলবার দুপুর ১২টায় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা কলেজের সামনের সড়কে মিছিল, সমাবেশ ও মানববন্ধনের মাধ্যমে দাবী জানান। অন্যতায় কঠোর কর্মসূচীর হুমকি দেন।

শিক্ষার্থী জামাল আহমেদের সভাপতিত্বে ও সহিদুর রহমান নয়নের পরিচালনায় কর্মসূচীতে অধ্যক্ষ সাফিউজ্জামান খান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অনুপ রায়সহ সকল শিক্ষক-শিক্ষিকা ছাড়াও বক্তব্য রাখেন শিক্ষার্থী জহিরুল ইসলাম হৃদয়, এএইচ হৃদয়, নাঈম খান, রকিব আহমদ, সুমন মিয়া, মোস্তাফিজুর রহমান, আশরাফুল ইসলাম নৌশাদ, আশরাফ উদ্দিন প্রমূখ।

উল্লেখ্য, গত শনিবার কলেজের অনিয়মিত ছাত্র ও ছাত্রলীগকর্মী সিয়াম আহমেদ (২০) কয়েকজন বহিরাগত ছাত্রলীগকর্মীকে সাথে নিয়ে কলেজে ঢুকে ছাত্রীদের কমনরুমের দিকে গিয়ে এক ছাত্রীকে যৌন হয়রানিসহ মোবাইল ফোনে ছবি তোলার চেষ্টা চালায়। এতে উপাধ্যক্ষ শামছুজ্জামান খান ও ক্রীড়া শিক্ষক জাকারিয়া চৌধুরী বাঁধা দিলে তাদেরকে শারীরিকভাবে লাঞ্চিত করে।

এসময় শিক্ষার্থীরা এগিয়ে গেলে বখাটেরা পালিয়ে যায়। পরে বানিয়াচং পুলিশ কলেজে গেলে উপাধ্যক্ষ বাদী হয়ে এজাহার দেন। ৪ দিন অতিবাহিত হলেও পুলিশ নামীয় আসামী সিয়ামসহ কাউকে গ্রেফতার করতে পারেনি। এতে শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী বিক্ষুব্ধ হয়ে মঙ্গলবার প্রতিবাদী কর্মসূচীতে ক্যাম্পাসসহ সামনের সড়ক উত্তাল করে তুলেন।

 


আরো সংবাদ



premium cement
ফিলিপাইনে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি চীনের মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে! আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ 'কেএনএফ' সন্ত্রাস : সার্বভৌম নিরাপত্তা সতর্কতা অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার

সকল