২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সাপাহারে ৮ হাজার আমগাছ কাটায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

- ছবি : নয়া দিগন্ত

নওগাঁর সাপাহারে ৫৩ বিঘা জমির প্রায় ৮ হাজার আমগাছ কাটার সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার হরিপুর মোড় আম ব্যাবসায়ী সমিতির আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন হরিপুর আম ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান। বক্তব্য রাখেন ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ সমিতির নেতাকর্মীরা। এ সময় সেখানে আম ব্যবসায়ী সমিতির সদস্যরা, ক্ষতিগ্রস্ত বাগান মালিকরা ও স্থানীয়রা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা আমবাগানের গাছ কাটার ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাতে সাপাহার-পোরশা উপজেলার জামালপুর গ্রামের পশ্চিম-দক্ষিণ পাশে ১২ জন আমবাগান চাষীর ৫৩ বিঘা জমির প্রায় ৮ হাজার আমগাছ কেটে ফেলে অজ্ঞাত দুর্বৃত্তের দল।


আরো সংবাদ



premium cement