২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

শিশু ধর্ষণ মামলায় জেএসসি পরীক্ষার্থী গ্রেফতার

-

বগুড়ার ধুনট উপজেলায় চার বছর বয়সি এক শিশুকে ধর্ষণের মামলায় বোরহান উদ্দিন শ্যামল (১৪) নামের এক জেএসসি পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত দেড়টায় উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বানিয়াজান গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসি জাহাঙ্গীর আলমের ছেলে।

মামলা ও থানা সূত্রে জানা যায়, বোরহান উদ্দিন শ্যামল গোসাইবাড়ী এএ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সে চলমান জেএসসি পরীক্ষার্থী। মঙ্গলবার পরীক্ষা না থাকায় সকালে সে নিজ বাড়িতে অবস্থান করছিল। সকাল সাড়ে ১০টায় তার বাড়ির পাশে প্রতিবেশী এক কৃষকের চার বছর বয়সি কন্যা শিশু জলপাই কুড়াতে আসে। এসময় বাড়ি ফাঁকা থাকায় শ্যামল ওই শিশুকে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে যায়। পরে সেখানে তাকে ধর্ষণ করে। এতে ওই শিশু অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে ধুনট থানায় বোরহান উদ্দিন শ্যামলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে। এদিকে ঘটনার পর থেকে শ্যামল পলাতক ছিল। বুধবার দিবাগত রাতে সে নিজ বাড়িতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রাত দেড়টায় নিজবাড়ি থেকে গ্রেফতার করেছে।

ধুনট থানার ওসি ইসমাইল হোসেন বলেন, শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং আসামি শ্যামলকে গ্রেফতার করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই শিশুটি শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

 

 


আরো সংবাদ



premium cement
চুয়েট শিক্ষার্থীদের সড়কে অবস্থান অব্যাহত, ঘাতক বাসচালক গ্রেফতার তামাক পণ্যে সুনির্দিষ্ট করারোপের দাবিতে এনবিআর চেয়ারম্যানের কাছে ২৫ সংসদ সদস্যের চিঠি প্রাণিসম্পদ প্রদর্শনীতে মহিষের আক্রমণে বাবা-ছেলেসহ আহত ৪ গফরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে সরকার : মির্জা ফখরুল মিরসরাইয়ে মৃত্যুর ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার কবর থেকে লাশ উত্তোলন দেশে দেড় হাজার মেগাওয়াট লোডশেডিং, দুর্ভোগে মানুষ রংপুরে মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, অনলাইনে ক্লাস চালুর চিন্তা বিশ্বের অন্যতম স্মার্ট হজ ব্যবস্থাপনা হবে বাংলাদেশে : ধর্মমন্ত্রী সিলেটে ৪৪ লাখ টাকার ভারতীয় চিনিসহ গ্রেফতার ৪

সকল