২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সীমান্তে বিএসএফ’র হাতে ৮ বাংলাদেশী আটক

সীমান্তে বিএসএফ’র হাতে ৮ বাংলাদেশী আটক - নয়া দিগন্ত

নওগাঁর পোরশা হাঁপানিয়া সীমান্ত পথে ভারতের অভ্যন্তরে অবৈধ্যভাবে অনুপ্রবেশকারি ৮ বাংলাদেশীকে আটক করেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার ভোরে হাঁপানিয়া সীমান্তের ২৩১/১০(এস) মেইন পিলার এলাকা থেকে তাদের আটক করেছে বিএসএফ।

আটককৃতরা হলো-পোরশা উপজেলার দুয়ারপাল গ্রামের জামাল উদ্দিনের ছেলে সইবুর রহমান (২৬), রাংগাপুকুর গ্রামের রবুর ছেলে আতাবুল হক(২২), বিষ্ণপুর বেড়াচকি গ্রামের মকবুল হোসেনের ছেলে রেজাউল ইসলাম(২০), কালাইবাড়ি গ্রামের প্রফুল্যের ছেলে বিফল কুমার(৩০), একই গ্রামের লোকমান হোসেনের ছেলে আজাদ হোসেন(৩২), আব্দুর রফিকের ছেলে জহুরুল হক(৩২) ও সবুরদ্দিনের ছেলে আব্দুল হাকিম(৩৬) ও বাবু হোসেন(২৮)।

আটক ৮ বাংলাদেশীকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে দুপুরে বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি।

১৬ বিজিবি’র অধিনায়ক স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাতে পোরশা এলাকার ২০/২৫জনের একটি সংঘবদ্ধ গরু চোরাকারবারী দলের সদস্যরা পোরশা সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে গরু নিতে প্রবেশ করে। গরু নিয়ে রাতেই তারা দেশে ফেরার পথে মঙ্গলবার ভোরে ২৩১/১০(এস) নম্বর মেইন পিলার থেকে ভারতের ১ কিলোমিটার অভ্যন্তরে ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় বেশ কয়েকজন চোরাকারবারী পালিয়ে যেতে সক্ষম হলেও বিএসএফ সদস্যরা ওই ৮জনকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যায়।

এ বিষয়ে ১৬বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল একে এম আরিফুল ইসলাম পিএসসি’র সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি আটকের কথা স্বীকার করে বলেন, আটককৃতদের ফিরিয়ে আনার জন্য বিএিসএফ এর সাথে যোগাযোগ ও পতাকা বৈঠকের আহবান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মৃত্যু কেএনএফ সম্পৃক্ততা : গ্রেফতার ছাত্রলীগ নেতা সম্পর্কে যা জানা গেছে দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ শ্রমজীবি মানুষের মাঝে ক্যাপ, পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম নোয়াখালীতে হিট স্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে

সকল