২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

চার সন্তানের জননীকে গলা টিপে হত্যার অভিযোগ

- ফাইল ছবি

সিরাজগঞ্জের তাড়াশে চার সন্তানের জননী শিউলি খাতুন (৩২) নামের এক গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার সকাল ১১টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের ভাটরা গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূ শিউলি খাতুন ওই গ্রামের ওয়াজেদ ফকিরের স্ত্রী।

স্থানীয়রা জানান, ৮-১০ বছর আগে একই ইউনিয়নের মাটিয়া মালিপাড়া গ্রামের ওমর আলীর মেয়ে শিউলি খাতুনের সাথে ভাটরা গ্রামের সোবাহান ফকিরের ছেলে ওয়াজেদ ফকিরের বিয়ে হয়। তাদের সংসারে ৪টি কন্যা সন্তানও আছে।

গৃহবধূর বাবা ওমর আলী অভিযোগ করে বলেন, তার মেয়ে শিউলি খাতুনকে তার শ্বশুরবাড়ির লোকজন বিয়ের পর বিশেষ করে তার ভাসুররা প্রায়ই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল।

এ কারণে তাদের বিরুদ্ধে আদালতে মামলাও রয়েছে। ঘটনার দিন সোমবার সকালে তার শ্বশুরবাড়ির লোকজন মামলার বিষয় নিয়ে শিউলির সাথে বাগবিতন্ডার এক পর্যায়ে গলা টিপে হত্যা করে ঘরে ফেলে রাখে।

পরে তারা বিকাল ৪টার দিকে শিউলির বাবার বাড়িতে শিউলি কীটনাশক (বিষ) পান করেছে বলে খবর দেয়।

খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement