২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

নিয়ামতপুরে উপজেলা বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৭

নিয়ামতপুরে উপজেলা বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৭ -

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে বিরোধের জেরে স্থানীয় খড়িবাড়ি হাটে বিএনপির সভায় দু গ্রুপের সংঘর্ষে ওয়াহেদ আলী নামে এক ইউপি সদস্য নিহত এবং কমপক্ষে ৭ জন আহত হয়েছেন।

রোববার বিকেলে এই সংঘর্ষে গুরতর আহত ওয়াহেদ আলী সোমবার সকাল ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এই ঘটনায় আহত নুরুন্নবীর অবস্থা আশংকাজনক। আহত অন্যান্যরা হলেন-করিমপুর গ্রামের ওসমান আলীর ছেলে সোহেল, সাদাপুর গ্রামের মৃত-বিয়ানতুল্লাহর ছেলে মোঃ আব্দুল আজিজ, বদলপুর গ্রামের মৃত- চান্দা মন্ডলের ছেলে নূরুননবী নূহু, বক্তারপুর গ্রামের নিযামউদ্দিনের ছেলে মনজুর রাসেল এবং এমরান গ্রুপের বাহাদুরপুর ইউনিয়নের আদমপুর গ্রামের মৃত- আফাজ উদ্দিনের ছেলে আফজাল হোসেন এবং রসুলপুর ইউনিয়নের অমৃতপুর গ্রামের মৃত- নজরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম ছোটবাবু। আহতরা রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ওয়াহেদ আলী উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও চকমুনছুর গ্রামের আছির আলীর ছেলে।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে বিরোধের জেরে রোবববার বেলা ৪টায় উপজেলার খড়িবাড়ী হাটে বিএনপির সভায় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের সাতজন আহত হয়। আজ সোমবার সকাল সাড়ে ৭টায় ওয়াহেদ আলী নামে বাহাদুরপুর ইউপির সদস্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রোববার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছাদরুল আমীন চৌধুরী বাদী হয়ে থানা লিখিত অভিযোগ করেন যে, আমরা খড়িবাড়ীতে আহ্বায়ক কমিটি করতে গেলে মোস্তাফিজুর রহমানের গ্রুপের লোকজন আমাদের উপর আক্রমন করে। এতে কয়েকজন বিএনপি কর্মী আহত হন।
অপর দিকে বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান জানান, আমরা বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ীহাটে সভা করতে গেলে সাবেক এমপি ডাঃ ছালেক চৌধুরীর নির্দেশে এবং ইমরান হোসেনের নেতৃত্বে আমাদের উপর আকস্মিক আক্রমন করে। এতে আমাদের ৫ জন সদস্য গুরুতর আহত হয়। তাদের সাথে সাথে রাজশাহী মেডিক্যাল কলেজ হাপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে ইউপি সদস্য ওয়াহেদ আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিএনপির সভায় হামলা ও হতাহতের ঘটনায় নিয়ামতপুর থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি শামসুল আলম।


আরো সংবাদ



premium cement