২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

পাঁচবিবিতে সেফটিক ট্যাংকের সার্টার খুলতে গিয়ে ২ জনের মৃত্যু

পাঁচবিবিতে সেফটিক ট্যাংকের সার্টার খুলতে গিয়ে ২ জনের মৃত্যু - নয়া দিগন্ত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুর গ্রামে নির্মানাধীন একটি ভবনের সেফটিক ট্যাংকের সার্টার খুলতে নেমে ২ জন মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ১০টায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।

নিহতরা হলেন- একই উপজেলার শালাইপুর গ্রামের নির্মানাধীন বাসার মালিক আমজাদ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩৪) ও বাঁশখুর গ্রামের নজরুল ইসলামের ছেলে নির্মাণ শ্রমিক নঈম ইসলাম (২২)। এদিকে আহত জাকারিয়া হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাঁচবিবি থানার ওসি মুনসুর রহমান জানান, উপজেলার শালাইপুর গ্রামের মোহাম্মদ আলীর বাড়িতে মিস্ত্রিরা কয়েক দিন আগে নতুন একটি পাকা টয়লেট নির্মাণ করে। সোমবার সকালে সাড়ে ১০টার সময় টয়লেটের সেফটিক ট্যাংকের ওই ঢালাইয়ের সার্টার খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে এ দুর্ঘটনা ঘটে।


আরো সংবাদ



premium cement