২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

গণতন্ত্র ফিরিয়ে আনতে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে : জিএম সিরাজ

-

বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ বলেছেন, আদালতের মাধ্যমে খালেদা জিয়া মুক্তি পাবেন না । কারন দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, ভোটের অধিকার নেই। আছে জুলুমতন্ত্র , অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা। সোমবার বগুড়া জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম মোঃ সিরাজ বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এজন্য রাজপথের আন্দোলন ছাড়া বিকল্প নেই। এ লক্ষ্যে আগামী ২৯ সেপ্টেম্বর রাজশাহী বিভাগীয় মহাসমাবেশ সফল করতে হবে। তাই সবাই নেতাকর্মীদের সাথে নিয়ে সমাবেশে যোগ দিবেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল সাজা ও মামলা প্রত্যাহার দাবিতে আগামী রাজশাহী বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপি নেতা রেজাউল করিম (বাদশা), আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, খাজা ইফতেখার আহমেদ, আব্দুর রহমান, এম আর স্বাধীন, মাহবুবর রহমান বকুল, হামিদুল হক চৌধুরী (হিরু), কেএম খায়রুল বাশার, ওমর ফারুক খান, তাহা উদ্দিন নাহিন, সহিদ উন নবী সালাম, তৌহিদুল আলম মামুন, জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান, শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এবিএম মাজেদুর রহমান জুয়েল, ছাত্রদল সভাপতি আবু হাসান প্রমুখ। সভায় অংশ নেন জেলা বিএনপির সদস্য, সাংগাঠনিক থানা বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।


আরো সংবাদ



premium cement