২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

বগুড়ার শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

-

বগুড়ার শেরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন এবং একই স্থানে মহাসড়ক পারাপার হতে নিয়ে নারীসহ চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো তিনজন।

আজ বৃহস্পতিবার ভোর রাতে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার মহিপুর (হাজি হাজিপুর) নামক স্থানে দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতদের দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার কাকিনা গ্রামের খয়ের উদ্দিনের পুত্র হাফিজুল ইসলাম (৩৫)। এবং অপর ঘটনায় নিহত নারী আমেনা বেগম (৫০) হাজীপুর এলাকায় মৃত আব্দুল হামিদের স্ত্রী।

আহতরা হলেন, গাইবান্দা জেলার সাদুল্লাপুর থানার ছোটগাছা গ্রামের আ: রাজ্জাকের ছেলে মেহেদী হাসান (২০), বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার সাহেবপুর গ্রামের রফিক হাওলাদারের ছেলে শাহিন (৩০)।

জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৫টায় বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার মহিপুর (হাজি হাজিপুর) নামক স্থানে ঢাকাগামী কলাবোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-২২-৯৬৪৫) সাথে বিপরীতমুখী রড বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট-১১-৮২৬৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুর্ঘটনাকবলিত রডবোঝাই ট্রাকের পিছনে আরেকটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ট-১১-৯৬৪৯) ধাক্কা দেয়। এতে রড বোঝাই ট্রাকের হেলপার এবং কলাবোঝাই ট্রাকের চালক ও হেলপার নিহত হন। এছাড়াও আরো তিনজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার কারণে ভোর ৫টা থেকেই ঢাকা-বগুড়া মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। অপরদিকে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হলে নাতী শাহরিয়ারকে (৭) স্কুলবাসে উঠিয়ে দেয়ার জন্য মহাসড়ক পারাপারের সময় একই স্থানে সকাল ৭টায় বাসচাপায় আমেনা বেগম নিহত হয়েছেন। জানা গেছে, ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বাসটি আটক করা যায়নি।

শেরপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট ফারুক আহম্মেদ ও ফিরোজ আহম্মেদ বলেন, তিনটি ট্রাকের সংঘর্ষের কারণে দুর্ঘটনার পর থেকেই প্রায় তিন ঘন্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রাকগুলো সরিয়ে নেয়ার পর সকাল সাড়ে ৭টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।


আরো সংবাদ



premium cement
বিয়ের বাজার শেষে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজির প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড সফরে যাচ্ছেন ভারতীয় ৩ সংস্থার মশলায় ক্যান্সার সৃষ্টিকারী উপাদান সাবেক শিবির নেতা সুমনের পিতার মৃত্যুতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের শোক গণকবরে লাশ খুঁজছেন শত শত ফিলিস্তিনি মা ভারতের লোকসভা নির্বাচনে আলোচনায় নেতাদের ভাই-বোন ও সন্তান সংখ্যা চীনে শতাব্দীর ভয়াবহ বন্যার শঙ্কা, ঝুঁকিতে ১৩ কোটি মানুষ ভারতের মাঝারি পাল্লার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ৩ দিনের ব্যবধানে দ্বিতীয়বার চেন্নাইকে হারাল লক্ষৌ ইসরাইলের সামরিক ঘাঁটিতে হামলা হিজবুল্লাহর যুক্তরাষ্ট্রে বিদেশী : ১ মেক্সিকো, ২ ভারত

সকল